নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি: দিল্লিতে হিংসা (Delhi Violence) পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ, তাই সেনা নামানোর কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার সকালে দিল্লিতে মৃত্যুর সংখ্যা ২০ ছুঁয়েছে। ১৮৯ জন আহত বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। তার পরই রাজধানীর পরিস্থিতি নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ করেন কেজরিওয়াল। তিনি লেখেন, ‘‘রাতভর অনেকে মানুষের সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সবরকম চেষ্টা সত্ত্বেও, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরানো যায়নি। এ বার সেনা নামানো উচিত। উচিত ক্ষতিগ্রস্ত সব জায়গায় অবিলম্বে কারফিউ জারি করা। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি আমি।’’ এর আগে, মঙ্গলবারও অমিত শাহর (Amit Shah) সঙ্গে বৈঠকের পর দিল্লিতে সেনা নামানোর পক্ষে সওয়াল করেছিলেন কেজরিওয়াল। তবে কেন্দ্রীয় সরকারের তরফে আরও পুলিশ বাহিনী নামানো হবে বলে সেই সময় আশ্বাস দেওয়া হয়।
অন্যদিকে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েককে (Amulya Patnaik) নোটিশ পাঠিয়েছে। গোটা ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত, সেনা মোতায়েন এবং হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণেরক দাবিতে হাইকোর্টে আবেদন জমা পড়ে। সেই আবেদনের বিষয়ে নোটিশ জারি করেছে হাইকোর্ট। হিংসা রুখতে পুলিশ এখন পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে জানাতে হবে পুলিশ কমিশনারকে। আরও পড়ুন: Jamia Students Protest Near CM's House: দিল্লি সংঘর্ষের জেরে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ঘেরাও জামিয়া পড়ুয়াদের, জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে আটক করল পুলিশ
I have been in touch wid large no of people whole nite. Situation alarming. Police, despite all its efforts, unable to control situation and instil confidence
Army shud be called in and curfew imposed in rest of affected areas immediately
Am writing to Hon’ble HM to this effect
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2020
সরকারি সূত্র অনুসারে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে দিল্লির হিংসা নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মন্ত্রিসভাকে পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করবেন। মঙ্গলবার রাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সিলামপুর, জাফরাবাদ, মৌজপুর ও গোকুলপুরী চক এলাকা পরিদর্শন করেছেন। গতকাল মধ্যরাতে দিল্লি হাইকোর্টের জরুরি শুনানি হয়। দিল্লিতে হিংসায় আহতদের নিরাপদে হাসপাতালে পৌঁছানো নিশ্চিত করার জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া আহতরা যাতে দ্রুত চিকিত্সা পায় তাও পুলিশকে নিশ্চিত করতে বলেছে হাইকোর্ট।