বায়ু দূষণের প্রতীকী ছবি (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ১৩ নভেম্বর: বিশ্বের সবচেয়ে দুষিত শহরের (Polluted Cities) তালিকায় ভারতের ৩ মেট্রো শহর দিল্লি (Delhi), কলকাতা (Kolkata) ও মুম্বই (Mumbai)। সুইৎজারল্যান্ডের জলবায়ু গ্রুপ IQAir তাদের তথ্যে এটা জানিয়েছে। যেখানে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৫৫৬। তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ভারতের রাজধানী। অন্যদিকে কলকাতা এবং মুম্বই তালিকার চতুর্থ এবং ষষ্ঠ স্থানে রয়েছে। এই দুই শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স যথাক্রমে ১৭৭ এবং ১৬৯ রেকর্ড করা হয়েছে৷ সবচেয়ে খারাপ সূচকের শহরগুলির মধ্যে পাকিস্তানের লাহোর এবং চিনের চেংদুও অন্তর্ভুক্ত রয়েছে।

রিয়েল-টাইম এয়ার কোয়ালিটি ইনফরমেশন প্ল্যাটফর্ম IQAir রাষ্ট্রসংঘের এনভায়রনমেন্টাল প্রোগ্রাম (UNEP)-র একটি প্রযুক্তি অংশীদার। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR)-র ডেটা অনুসারে, শনিবার সকালে দিল্লির সামগ্রিক বায়ুর গুণমান দাঁড়িয়েছে ৪৯৯, যেখানে বাতাসে পিএম ১০ ও পিএম ২.৫ দূষণকারীর ধুলিকনার মাত্রা যথাক্রমে ১৩৪ এবং ৭২। আরও পড়ুন: Indian Railways: ফিরছে টিকিটের পুরনো ভাড়া, যাত্রীদের চাপে শেষে 'বিশেষ' ট্রেন বাতিল রেলের

এয়ার কোয়ালিটি ইনডেক্স শূন্য থেকে ৫০ 'ভাল', ৫১ থেকে ১০০ 'সন্তুষ্টিজনক', ১০১ থেকে ২০০ 'মধ্যম', ২০১ থেকে ৩০০ 'খারাপ', ৩০১ থেকে ৪০০ 'খুব খারাপ' এবং ৪০১ থেকে ৫০০ 'গুরুতর' হিসেবে বিবেচিত হয়। '

শনিবার সুপ্রিম কোর্ট দিল্লিতে মারাত্মক বায়ু দূষণের বিষয়ে দিল্লি ও কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। তারা পরামর্শ দিয়েছে যে প্রয়োজন হলে ২ দিনের লকডাউন ঘোষণা করতে পারা যাবে।