ছবি ট্যুইটার

নতুন দিল্লি, ২ অগাস্ট: করোনাভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের (Delta Plus variant) বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিন (Covaxin) টিকা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) একটি গবেষণায় এই তথ্য সামনে এসেছে। কোভ্যাক্সিন তৈরি করেছে হায়দরাবাদের ফার্মা সংস্থা ভারত বায়োটেক। ভারতে ইতিমধ্যেই এই টিকা জরুরি ব্যবহারে অনুমোদন পেয়েছে।

ভারতে তৈরি করোনার প্রতিষেধক কোভ্যাক্সিনকে এখনও পর্যন্ত ছাড়পত্র দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জরুরি ভিত্তিতে এই টিকা ব্য়বহারের জন্য ছাড়পত্রের দাবিতে ইতিমধ্যেই হু-এর কাছে আবেদন করেছে কোভ্যাক্সিনের প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। আরও পড়ুন: Abhishek Banerjee Is In Tripura Today: ত্রিপুরা সফরের আগেই ছিঁড়ল অভিষেক-মমতার হোর্ডিং, উত্তপ্ত আগরতলা

সংস্থাটি জানিয়েছে, টিকার তিনটি ট্রায়ালের পর এটা প্রমাণিত যে কোভ্যাক্সিন ৭৭.৮ শতাংশ কার্যকরী। আর করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের উপর এর কার্যকারিতা ৬৫.২ শতাংশ।