
নয়াদিল্লিঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh)নতুন আবগারি নীতি। মদ বিক্রিতে জারি নিষেধাজ্ঞা(Liquor Ban)। উজ্জয়িনী, ওমকারেশ্বর, মহেশ্বর এবং মাইহার-সহ ১৯টি ধর্মীয় স্থানে বন্ধ সমস্ত মদের দোকান। এই ১৯টি শহর এবং গ্রামাঞ্চলকে ‘সম্পূর্ণ পবিত্র’ বলে ঘোষণা করা হয়েছে বিজেপি সরকারের তরফে। আগামী দিনে এই তালিকা বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর। গতকাল, অর্থাৎ ১ এপ্রিল থেকেই লাগু হয়েছে নিয়ম। চলতি বছরের ২৪ জানুয়ারি গত ২৪ জানুয়ারি মহেশ্বরে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে অনুমোদন দেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। এই স্থানগুলির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্থানগুলির তাৎপর্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সরকার।মহামণ্ডলেশ্বর শান্তি স্বরূপানন্দ জি মহারাজ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
মধ্যপ্রদেশের ১৯টি ধর্মীয় স্থানে মদ বিক্রিতে জারি নিষেধাজ্ঞা
জানা গিয়েছে, উজ্জয়িন, মুলতাই, মন্দসৌর, ওমকারেশ্বর, মহেশ্বর, মণ্ডেলেশ্বর, চিত্রকূট, দাতিয়া, ওরছা, মাইহার, পান্না, মণ্ডলা, এবং অমরকন্টক পুরসভা অঞ্চল এবং সালকানপুর, কুণ্ডলপুর, বন্দকপুর, বর্মণকলন, বর্মণখুর্দ এবং লিঙ্গা পঞ্চায়েত এলাকায় সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত জায়গায় নতুন করে কাউকে মদ বিক্রির লাইসেন্স দেওয়া যাবে না এমনটাই সাফ বলে দেওয়া হয়েছে নির্দেশিকায়।
নতুন অর্থবর্ষে নয়া আবগারি নীতি, মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি এই ১৯ টি স্থানে
Liquor Ban In 19 Cities In MP Kicks Off From Today: Check Full Listhttps://t.co/DZS2Y0brRE
— ABP LIVE (@abplive) April 1, 2025