প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ রোজদিন অফিসে (Office) ৮-৯ ঘণ্টা কাজ করতেই হাপিয়ে ওঠেন অনেক কর্মীরা। অফিসে এতটা সময় দিতে গিয়ে বাড়ির কাজ মেটাতে হিমশিম খেতে হয় অনেক সময়।  সেখানে এ বার বেঙ্গালুরুতে (Bengaluru) আইটি (IT) এবং বিপিও (BPO) কর্মীদের জন্য ১৪ ঘণ্টা কাজের নিয়ম আনতে চায় কর্ণাটক সরকার (Karnataka Government)। এই প্রস্তাবনা ঘিরে ব্যাপক হইচই পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) । ভূমিপুত্রদের সংরক্ষণ দিতে হবে, এই নিয়ে আগেই ডাক দিয়েছিল সিদ্দারামাইয়া (Siddaramaiah)সরকার। এ বার আরও এক বড় প্রস্তাবনার কথা সামনে এল। কর্নাটক আইটি এমপ্লয়িজ ইউনিয়নের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার আইটি কর্মীদের কাজের ৮ থেকে ৯ ঘণ্টার বদলে ১৪ ঘণ্টা করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। জানা গিয়েছে, বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকের পরই এই প্রস্তাবনা এনেছে শ্রম দফতর। ১৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা ডিউটি এবং ২ ঘণ্টা ওভারটাইম হিসাবে ধরা হবে খবর। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই স্তাবনা ঘিরে তীব্র বিতর্ক-সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এই প্রস্তাবনাকে 'অমানবিক' বলে অ্যাখ্য়া দিচ্ছেন কেউ-কেউ। দিনের মধ্যে ১৪ ঘণ্টা কাজ করলে মানুষ বাঁচবে কীভাবে? প্রশ্ন তুলছেন অনেকেই। এভাবে কাজের সময় বাড়িয়ে দিলে কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।