Indian Immigration Check Post in Fulbari (Photo Credits: ANI)

Bangladesh Protest: কোটা আন্দোলনের জেরে বাংলাদেশের দিকে দিকে বিক্ষোভ। উত্তাল ওপার বাংলা। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের জেরে বাংলাদেশে নিহতের সংখ্যা ৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৫। মৃতদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পা কাঁপেনি তাঁদের। নিহতদের মধ্যে কেউ কেউ আবার এখনও স্কুলের গণ্ডিও পার হয়নি। বাংলাদেশে ছাত্রবিক্ষোভ এবং পড়ুয়া মৃত্যুরর আঁচ এসে পড়েছে ভারতেও। বাংলাদেশের ছাত্র আন্দোলনের (Bangladesh Protest) সমর্থনে কলকাতায় বিক্ষোভের আগুন ছড়িয়েছে। শুক্রবার সকাল থেকে কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে যুব ছাত্র সংগঠনগুলো। বিক্ষোভ রুখতে মাঠে নেমেছিল লালবাজার। ঝাঁক ঝাঁক পড়ুয়াদের আটক করে পুলিশ। নতুন করে বিক্ষোভ যাতে রাজ্যে না ছড়ায় সেই লক্ষ্যে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারতীয় অভিবাসন চেক পোস্টে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বসানো হয়েছে।

আরও পড়ুনঃ কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ ছাড়ছেন ভারতীয় পড়ুয়ারা, ত্রিপুরা সীমান্ত দিয়ে স্থলপথে দেশে ফিরলেন শিক্ষার্থীরা

পদ্মপারের দেশে সংরক্ষণ ব্যবস্থায় সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের (Bangladesh Protest) জেরে পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে। গোটা দেশ জুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাত থেকে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করেছে শেখ হাসিনা সরকার। গোটা দেশে কার্ফু জারি করে সেনা নামানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দলে দলে ভারতীয় পড়ুয়ারা বাংলাদেশ ছাড়ছেন। ত্রিপুরার আগরতলার কাছে আখুড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছে বাংলাদেশে পড়তে যাওয়া বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষার্থী। বিমানের টিকিট না পেয়ে স্থলপথেই বাড়ি ফিরছেন তাঁরা।

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা... 

পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা হয়ে শুক্রবার অন্ততপক্ষে ৩০০ পড়ুয়া ভারতে পালিয়ে এসেছে। ওপার বাংলার অগ্নিগর্ভ পরিস্থিতি ঠাণ্ডা না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে ফিরবেন না বলেই জানিয়েছেন।