দিল্লি, ২৫ জুলাই: কোটা বিরোধী আন্দলোনে উত্তাল বাংলাদেশ (Bangladesh)। কোটা বিরোধী আন্দলোনে (Bangladesh Job Quota Row) যখন উত্তাল হচ্ছে পড়শি রাজ্য, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সম্প্রতি ২১ জুলাইয়ের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে যদি কোনও মানুষ অসহায় হয়ে আশ্রয় চান,তাহলে পশ্চিমবঙ্গে (West Bengal) তিনি তাঁদের আশ্রয় দেবেন। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য়ের জেরে পালটা বিবৃতি প্রকাশ করে ঢাকা (Dhaka)।
বাংলাদেশ সরকারের প্রতিনিধি হাসান মেহমুদ বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের সম্পর্ক অত্যন্ত ভাল। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য 'বিভ্রান্তিকর'। সেই কারণে এ বিষয়ে ভারত (India) সরকারকে নোট দেওয়া হয়েছে বলেও জানান হাসান মেহমুদ। ঢাকার নোটের পর বিষয়টি নিয়ে বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)।
দেখুন কী বললেন ...
#WATCH | On receipt of communication from Bangladesh on the comments of West Bengal CM Mamata Banerjee, MEA Spokesperson Randhir Jaiswal says, "I can confirm that we have received a diplomatic note, a communication from the Bangladesh side protesting the comments made by the West… pic.twitter.com/h6UvIfnlVO
— ANI (@ANI) July 25, 2024
বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র বলেন, বাংলাদেশের তরফে একটি কূটনেতিক নোট দিল্লির হাতে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বিরক্তি প্রকাশ করে ঢাকার তরফে দিল্লির (Delhi) কাছে একটি নোট এসে পৌঁছেছে বলে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।