Photo Credits: Twitter

রাত পোহালেই ভোট কর্ণাটকে। শাসক বিরোধী সবাই জোর কদমে সেরেছে তাদের প্রচার। এবার ভোটের দেওয়ার পালা জনগনের।এই নিয়ে টানটান উত্তেজনা তো রয়েছেই। তবে নির্বাচন কমিশনের তরফে ভোটের আগে পর্যন্ত বাজেয়াপ্ত জিনিসপত্রের যে হিসেবে প্রকাশ করেছে, তাতে উত্তজনা আরও বাড়বে বই কমবে না। সেই হিসেবে ভোটের আগে পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৩৭৫ কোটি টাকা।

এর পাশাপাশি নির্বাচনী আচরনবিধি চালু হওয়ার পর থেকে ইডির তরফে বাজেয়াপ্ত করা হয়েছে আরও ২৮৮ কোটি টাকা।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনের থেকে ৪,৫ গুন বেশি অর্থ এবারের নির্বাচনের আগে বাজেয়াপ্ত করল ইডি।