নয়াদিল্লি, ১১ মে: গত শুক্রবার রাতে তিহার জেল থেকে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জেল থেকে বেরিয়ে শনিবার প্রথম জনসভা করলেন আপ সুপ্রিমো। সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁকে দেখতে দলীয় কার্যালয়ে ছিল কর্মীদের ভিড়। জনসভায় এসে তাঁদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়লেন কেজরিওয়াল। বললেন, আপনাদের ভালোবাসায় আমি জেল থেকে ছাড়া পেলাম।
এদিন বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে কেজরিওয়াল বলেন, "আমাদের আম আদমি পার্টি একটি ছোট দল। দুই রাজ্যেই আমাদের সরকার আছে, মাত্র দশ বছর পুরোনো একটি দল। আমাদের পার্টিকে শেষ করার কোনও প্রচেষ্টা প্রধানমন্ত্রী ছাড়েননি। একসঙ্গে চার শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়ছিল। আমি, মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈন সকলে জেলে ছিলাম। যেকোনও বড় পার্টির চার নেতা গ্রেফতার হলে দল ভেঙে যেত। ওঁরা ভেবেছিল আমাদের সঙ্গেও তাই হবে। কিন্তু এটা কোনও দল নয়, এটা একটা চিন্তাভাবনা। আমাদের জেলে পাঠানোর পরেও সংগঠন আরও মজবুত হয়েছে"।
#WATCH | Delhi CM Arvind Kejriwal says "...Our Aam Aadmi Party is a small party, present in two states. But the Prime Minister left no stone unturned to crush our party and sent four leaders to jail simultaneously. If four top leaders of big parties go to jail, the party ends.… pic.twitter.com/srNOf88krZ
— ANI (@ANI) May 11, 2024
কেজরিওয়াল আরও বলেন, "আমাদের গ্রেফতারির পর অনেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের মধ্যে অনেকের সঙ্গে আমাদেরও সম্পর্ক রয়েছে। তাঁরা সকলেই আমায় বলেছেন, নরেন্দ্র মোদী যখনই কোথাও ভাষণ দিয়েছে তখনই আম আদমি পার্টি বা অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে ১০-১৫ মিনিটের বক্তব্য রেখেছেন। উনি বলেন, আগামী দিনে আম আদমি পার্টি আরও বড় হতে পারে। সেই জন্যই উনি আমাদের শেষ করে দিতে চেয়েছিলেন"।