Photo Credits: Wikipedia

প্রয়াগরাজ: বারাণসীর (Varanasi) জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Masjid) পর এবার মথুরার (Mathura) শাহী ঈদগা মসজিদ (Shahi Idgah Masjid) চত্বরে বৈজ্ঞানিক পদ্ধতি (scientific survey) মেনে সমীক্ষা করার আবেদনে সায় দিল আদালত। জ্ঞানবাপী মসজিদ চত্বরে যেভাবে সমীক্ষা চালানো হয়েছে সেভাবেই শ্রীকৃষ্ণ জন্মভূমি সংক্রান্ত মামলার (Shri Krishna Janambhoomi Case) ক্ষেত্রেও সমীক্ষা চালানো হবে বলে জানা গেছে। আরও পড়ুন: Telangana Blast: বেকারিতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে সাংঘাতিক বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১৫ জন কর্মী

বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) এই মামলার শুনানির সময় বৈজ্ঞানিক পদ্ধতি সমীক্ষা করার আবেদনে সম্মতি দেয়। পাশাপাশি শাহী ঈদগা মসজিদ চত্বরে সমীক্ষা চালানোর বিষয়টি খতিয়ে দেখার জন্য একজন অ্যাডভোকেট কমিশনারকে নিযুক্ত করেছেন। সমীক্ষার জন্য আইনজীবীদের কমিশনের পদ্ধতিগুলির বিষয়ে ১৮ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে।

এপ্রসঙ্গে হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেন, "অ্যাডভোকেট কমিশনারের নেতৃত্বে শাহী ঈদগা মসজিদ চত্বরে সমীক্ষার দাবি জানিয়ে আদালতে আবেদন জানিয়ে ছিলাম। এলাহাবাদ হাইকোর্ট সেই আবেদনে সম্মতি দিয়েছে। সমীক্ষার পদ্ধতিগুলির বিষয়ে ১৮ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে শাহী ঈদগা মসজিদ পক্ষের আইনজীবীর সওয়াল খন্ডন করেছে আদালত। আমার দাবি ছিল শাহী ঈদগা মসজিদে হিন্দু মন্দিরের প্রচুর চিহ্ন ও প্রতীক রয়েছে। তাই সঠিক বিষয়টি জানার জন্য একজন অ্যাডভোকেট কমিশনারের নেতৃত্বে সমীক্ষার আবেদন করেছিলাম। এই বিষয়ে আদালত যুগান্তকারী রায় দিয়েছে।" আরও পড়ুন: Congress: বিশৃঙ্খল আচরণের অভিযোগে লোকসভার শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত পাঁচ কংগ্রেস সাংসদ, ভিডিয়োতে শুনুন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য