Narendra Modi, Rahul Gandhi (Photo Credit: File Photo)

দিল্লি, ২০ জুন: বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)বুলেটপ্রুফ কনভয়ের উপর যেভাবে চটি ছোঁড়ার অভিযোগ ওঠে, তার বিরুদ্ধে মুখে খুললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের পর রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদীর কনভয়ে চটি ছোঁড়ার ঘটনা, অত্যন্ত নিন্দনীয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কনভয়ে যেভাবে চটি ছোঁড়া হয়, তাতে প্রচণ্ড নিরাপত্তার ঘাটতি সামনে আসে বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা। পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারের যে সমস্ত নীতি রয়েছে, তার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ। তার সঙ্গে কোনও ধরনের হিংসা বা ঘৃণা ছড়ানোর জায়গা গণতন্ত্রে নেই বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।

দেখুন কী বললেন রাহুল গান্ধী...

 

প্রসঙ্গত তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী বারাণসী সফরে যান। বারাণসীতে গঙ্গা আরতীর পর রোড শো করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর রোড শোয়ের সময়ই তাঁর বুলেটপ্রুফ কনভয়ের উপর চটে ছোঁড়া হয় বলে একটি ভিডিয়োতে সামনে আসে।

আরও পড়ুন: PM Modi Security Breach: প্রধানমন্ত্রী মোদীর কনভয় লক্ষ্য করে চটি ছোঁড়া হল? ভাইরাল ভিডিয়ো

যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় জোর চর্চা।