ওয়াশিংটন, ২৩ এপ্রিল: লকডাউনের কারণে উত্তর ভারতের (Northern India) বায়ু দূষণ (Air Pollution) গত ২০ বছরে সর্বনিম্ন। উত্তর ভারতে বর্তমানে বাতাসে ধুলিকণার মাত্রা (Aerosol Levels) গত ২০ বছরে সর্বনিম্নস্তরে নেমে এসেছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA। তাদের তথ্য অনুসারে, ভারত কারখানায় কাজকর্ম কমেছে এবং গাড়ি, বাস, ট্রাক এবং বিমান চলাচলও কমেছে। সেই কারণে NASA-র স্যাটেলাইট সেন্সরগুলি উত্তর ভারতে এই সময়ে ধূলিকণার মাত্রা সব থেকে কম পেয়েছে। যা ২০ বছরে সর্বনিম্ন। ২০১৬ থেকে শুরু করে প্রতি বছর ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই উপগ্রহের মাধ্যমে বাতালে ধূলিকণার পরিমাণ ক্যাপচার করে নাসা।
NASA-র উপগ্রহ চিত্রে এই ছবি স্পষ্ট হয়েছে। নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী পবন গুপ্তা বলেন, "লকডাউনের কারণে পরিবেশ যে অনেক পরিচ্ছন্ন হয়েছে তা আমরা বুঝেছিলাম। কিন্তু পার্থক্য দেখা যাবে তা ভাবতে পারিনি। উত্তর ভারতের বাতালে ধুলিকণা গত ২০ বছরে এখন সর্বনিম্ন।" আরও পড়ুন: Government Employees Will Not Get Hike In DA: সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের
Satellite data show that levels of airborne particles over northern #India have dropped significantly since the #COVIDー19 lockdown began. https://t.co/xz6NgbQLOW pic.twitter.com/aP0fi5vL64
— NASA Earth (@NASAEarth) April 21, 2020
গোটা পৃথিবী একসঙ্গে কাজ করলে যে পরিবেশ দূষণকে হারানো যায়, তা এই লকডাউন দেখিয়ে দিল বলে মন্তব্য করেছেন অ্যাকটিং অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অ্যালিস জি ওয়েলস। পরিস্থিতি স্বাভাবিক হলে লকডাউন উঠে যাওয়ার পরে সব দেশের এই বিষয়টি মাথায় রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।