শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, বিগত কয়েক বছরে একের পর এক ইস্যুতে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছে একাধিক তৃণমূল নেতার নাম। যার মধ্যে জেলেও গেছেন অনেকে। আর এই নিয়ে যে বেজায় বিরক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), তা সকলেরই জানা। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকেই এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া ভাষায় জবাব দিলেন তিনি। দুর্নীতি কেন তাঁরই দলের নেতারা আছে, সেই নিয়ে কোনও চিন্তা নেই, বরং মুখ্যমন্ত্রীর মাথাব্যাথা শাহের হাতে সব এজেন্সি কেন?

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীকে সাবধান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, এত তাঁড়া কিসের? আপনাকে তো কেউ প্রধানমন্ত্রী বানাবেও না। মোদীজি চলে গেলে আপনি কী করবেন? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদীজিকে অনুরোধ করব, দয়া করে ওনাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে। সবকিছু প্ল্যান করে করা হচ্ছে।

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

শিক্ষক দুুর্নীতি নিয়ে বিরোধীদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি গিয়েছে ২৬ হাজার চাকরিজীবীর। যার মধ্যে যোগ্য অযোগ্য শিক্ষকরা রয়েছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর থেকে যোগ্য শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। এমনকী এই আন্দোলন নিয়েও এদিন মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়