বিহারের নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর রাজনৈতিক ভাবে শুরু হয়েছে তরজা। তবে এর মধ্যেই বিজেপির তরফে শুরু হয়েছে ঘুটি সাজানোর কাজ। প্রথমেই যে কাজটি করা হয়েছে সেটি হল বিহার বিধান মন্ডলে নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে সম্রাট চৌধুরীকে (Samrat Chowdhury) এবং বিজয় কুমার সিনহাকে (Vijay Kumar Sinha) করা হয়েছে ডেপুটি লিডার।
এছাড়া দলের পক্ষ থেকে জানা গেছে যে সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাকে উপমুখ্যমন্ত্রী করা হবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার।রবিবার সন্ধ্যেবেলায় রাজভবনে শপথগ্রহন অনুষ্ঠান হবে বলে জানা গেছে।
নীতিশ কুমারের ইস্তাফার পরেই বিরোধীদের প্রতিক্রিয়া এমনটা যে হবে তা আগে থেকে সবাই জানত। নীতিশ কুমারের দল বদলের প্রক্রিয়া যে নতুন নয় তা কারোর অজানা ছিল না। তবে এর মধ্যে দিয়ে বিহারে মহাগঠবন্ধনের যে আশাটুকু ছিল তাও নিভে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
After #NitishKumar resigned from the post of chief minister, #BJP elected #SamratChoudhary as its leader in the Bihar Vidhan Mandal and #VijayKumarSinha as the deputy leader.
The party sources said that Samrat Choudhary and Vijay Kumar Sinha will be the deputy chief ministers… pic.twitter.com/J3b4vY0IPp
— IANS (@ians_india) January 28, 2024