1504 Bar Puja (Photo Credit: FB)

বারপুজো (Bar Pujo) মানেই ময়দান জুড়ে হৈচৈ। পয়লা বৈশাখের সূচনার দিন থেকেই আবার আগামী বছরের জন্য নতুন শপথ নেন ক্লাব কর্তা থেকে ফুটবলাররা।আজ পয়লা বৈশাখের সকালে মোহনবাগান, ইস্টবেঙ্গলসহ কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবে সাড়ম্বরে বারপূজোর (Bar Puja at Kolkata Maidan) আয়োজন করা হয। বহু প্রাক্তন ও বর্তমান ফুটবলার ছাড়া সমর্থকরা মাঠে উপস্থিত ছিলেন। চলে মিষ্টি মুখ।

সদ্য দ্বিমুকুট চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান(Mohun Bagan). আইএসএল লিগ শিল্ড ও কাপ জয়ী মোহনবাগান ক্লাবে সদস্য সমর্থকদের মধ্যে তাই এবার ব্যাপক উদ্দীপনা। ক্লাব তাঁবু মুড়ে ফেলা হয়েছে সবুজ-মেরুণ প্যান্ডেলে। উত্সবের মেজাজে সকাল থেকেই মোহনবাগান ক্লাব। দ্বিমুকুট জয়ের সেলিব্রেশন চলছে। বারপুজোতে কোচ না থাকলেও উপস্থিত ছিলেন বাঙালি তারকা দীপেন্দু বিশ্বাস।পয়লা বৈশাখের আনন্দকে দ্বিগুণ করতে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট ভক্তদের জন্য আজ এক বিশেষ উপহার দিয়েছে ক্লাব। আইএসএল ২০২৪-২৫ মরসুমে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জিতে নেওয়া লিগ শিল্ড এবং আইএসএল কাপ বার পূজার সকালে ক্লাব টেন্টে প্রদর্শিত হচ্ছে। ফ্যান ক্লাবের তরফে সেই ছবিও শেয়ার করা হয়েছে।