মুম্বই, ১৪ এপ্রিল: এমনিতেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নজরে রয়েছেন ভাইজান (Salman Khan)। হামেশাই তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে কোনও না কোনও হামলাার ছক কষছে তাঁরা। রবিবারও তার ব্যতিক্রম ঘটেনি। এদিন ভোর ৪টে ৫০ নাগাদ দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বাইকে করে এসে সলমন খানের অ্যাপার্টমেন্টের সামনে এসে ৫ রাউন্ড গুলি চালায়। সেই সময় অভিনেতা বাড়িতেই ছিলেন ইতিমধ্যে ওই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে তাঁরা যে বাইকে চেপে এসেছিল, সেটিও বাজেয়াপ্ত করেছে মুম্বই পুলিশ। বাইকটি উদ্ধার করার পর ফরেন্সিক টিমের কাছে পাঠানো হয়েছে। তবে শুধু লরেন্স বিষ্ণোই নয়, ভারত-কানাডার মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার গোল্ডি ব্রারও সল্লুভাইয়ের প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। ফলে অভিযুক্তরা কোন গ্যাংয়ের সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Mumbai Police has found the motorcycle of the unidentified men who opened fire outside the residence of Salman Khan. The motorcycle is being examined by the Forensics Team.
— ANI (@ANI) April 14, 2024
সাতসকালে এই ধরণের চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ফোন করেন সলমন খানকে। পাশাপাশি বলিউডের একাধিক তারকাও এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। অভিনেত্রী পূজা ভাট ঘটনাটিকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। এছাড়া তারকার ভক্তরাও এই ঘটনার জেরে উৎকন্ঠা প্রকাশ করেছে।
আসলে, ১৯৯৮ কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডের পরেই সলমনকে মেরে ফেলার হুমকি দিয়েছিল বিষ্ণোই সম্প্রদায়। বছর দুয়েক হল এই নিয়ে তৎপরতা বাড়িয়ে লরেন্স বিষ্ণোই। একাধিকবার হুমকি চিঠি পাঠানো হয়েছিল। এক ব্যক্তিকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট রেইকি করার জন্যও পাঠিয়েছল গ্যাংস্টার। তবে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। এছাড়া অভিনেতা পানভেলের ফার্ম হাউসের সামনেও অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তিকে নজরদারি রাখতে দেখা যায়। তবে পুলিশ তাঁদের আটক করেছিল।