নিউইয়র্ক: যাত্রার শুরু পরেই ভেঙে পড়ল ইলন মাস্কের (Elon Musk) কোম্পানি স্পেসএক্সের (SpaceX) তৈরি করা বিশ্বের সবচেয়ে বড় রকেট (World's biggest rocket) স্টারশিপ (Starship)। এই প্রথম পরীক্ষামূলকভাবে (test flight) যাত্রা শুরু করা রকেটটি পৃথিবীর কক্ষপথে (orbit) পৌঁছনোর আগে বিস্ফোরণে (explodes) টুকরো টুকরো হয়ে গেল। যদিও স্বপ্নপূরণ করতে বদ্ধপরিকর টুইটারের মালিক। এই ঘটনার পরেই তিনি জানিয়েছেন স্পেসএক্স ফের স্টারশিপের দ্বিতীয় উড়ানের জন্য তৈরি রয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা নিউইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আমেরিকার দক্ষিণ টেক্সাস (South Texas) থেকে যাত্রার সূচনা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় রকেট স্পেসএক্স স্টারশিপ। কিন্তু, কক্ষপথে পৌঁছনোর আগেই প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) হাওয়াই (Hawaii) কাছে মেক্সিকো উপসাগরের (Gulf of Mexico) উপরে বিস্ফোরণ হয় সেটিতে। আর তারপর রকেটটি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে।
যদিও রকেটটির উৎক্ষেপণের আগে প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলেন ইলন মাস্ক। স্পেসএক্স কোম্পানির প্রতিষ্ঠাতা আশা করেছিলেন প্রথম পরীক্ষামূলক উড়ানেই বেশ কয়েকটি ধাপ পেরিয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় রকেট স্টারশিপ। কিন্তু, তাঁর সেই আশা আর পূর্ণ হল না, পৃথিবীর কক্ষপথে পৌঁছনোর আগেই প্রশান্ত মহাসাগরের হাওয়াই-এর কাছে ভেঙে পড়ল।
প্রসঙ্গত উল্লেখ্য, স্পেসএক্সের স্টারশিপ রকেটটি উৎক্ষেপণের কথা ছিল গত সোমবার। কিন্তু, শেষ মুহূর্তে প্রযুক্তিগত কিছু সমস্যা থাকায় তা পিছিয়ে যায়। আরও পড়ুন: Koo Layoffs: আবারও ছাঁটাই হতে চলেছে মাইক্রোব্লগিং অ্যাপ কু-তে, এবার কমবে প্রায় ৩০% কর্মী
SpaceX's Starship, world's biggest rocket, experienced a rapid unscheduled "disassembly" during the first test flight pic.twitter.com/38n4AUsx3W
— ANI (@ANI) April 20, 2023