US returns 297 antiquities to India Photo credit:X

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারত থেকে চুরি করা বা পাচার করা ২৯৭টি পুরাকীর্তি ফিরিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। শীঘ্রই এগুলো ভারতে ফেরত পাঠানো হবে। ২০২৩ সালের জুন মাসে রাষ্ট্রপতি বাইডেন এবং প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পরে জারি করা যৌথ বিবৃতিতে প্রতিফলিত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সহযোগিতা বাড়ানোর জন্য  দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মার্কিন স্টেট ডিপার্টমেন্টের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক ব্যুরো এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে ভারতের আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া ২০২৪ সালের জুলাই মাসে একটি সাংস্কৃতিক সম্পত্তি চুক্তি (Cultural Property Agreement) স্বাক্ষর করেছিল। ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে এবং বৃহত্তর সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ।

 তালিকায় থাকা পুরাকীর্তিগুলি খ্রীষ্ট্রপূর্ব ২০০০ থেকে ১৯০০ খ্রীস্টাব্দ পর্যন্ত( 2000 BCE - 1900 CE) প্রায় ৪০০০ বছর বিস্তৃত একটি সময়ের অন্তর্গত  এবং তা ভারতের বিভিন্ন অংশ থেকে চুরি বা অবৈধ পাচার হয়েছে। বেশিরভাগ পুরাকীর্তি হল পূর্ব ভারতের পোড়ামাটির প্রত্নবস্তু, অন্যগুলি পাথর, ধাতু, কাঠ এবং হাতির দাঁতে তৈরি। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন- সাংস্কৃতিক সংযোগ আরও গভীর করা এবং সাংস্কৃতিক সম্পত্তির অবৈধ পাচারের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে ভারতে ২৯৭টি অমূল্য পুরাকীর্তি ফেরত নিশ্চিত করার জন্য আমি রাষ্ট্রপতি বাইডেন এবং মার্কিন সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।

Deepening cultural connect and strengthening the fight against illicit trafficking of cultural properties.

ভারতে ফেরত আসা ২৯৭টি পুরাকীর্তির মধ্যে উল্লেখযোগ্য হল -

*  দশম-একাদশ শতকের মধ্য ভারত থেকে বেলেপাথরের অপ্সরা

* পঞ্চদশ-ষোড়শ শতকের মধ্য ভারত থেকে ব্রোঞ্জের জৈন তীর্থঙ্কর;

* তৃতীয়-চতুর্থ শতাব্দীর পূর্ব ভারত থেকে টেরাকোটা ফুলদানি;

* খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর দক্ষিণ ভারতের পাথরের ভাস্কর্য;

* সপ্তদশ ও অষ্টাদশ শতকের দক্ষিণ ভারত থেকে ব্রোঞ্জের ভগবান গণেশ;

* পঞ্চদশ-ষোড়শ শতকের শতকের উত্তর ভারত থেকে বেলেপাথরে দাঁড়িয়ে ভগবান বুদ্ধ

* সপ্তদশ ও অষ্টাদশ শতকের পূর্ব ভারত থেকে ভগবান বিষ্ণু্র ব্রোঞ্জের মূর্তি

*  খ্রিস্টপূর্ব ২০০০-১৮০০-র উত্তর ভারত থেকে অন্তর্গত তামার নৃতাত্ত্বিক চিত্র;

* সপ্তদশ ও অষ্টাদশ শতকের দক্ষিণ ভারত থেকে ব্রোঞ্জে ভগবান কৃষ্ণ,

* ত্রয়োদশ-চতুর্দশ  শতকের খ্রিস্টাব্দের দক্ষিণ ভারত থেকে গ্রানাইটের ভগবান কার্তিকেয়