
'জাহান্নামে যাক আমেরিকা।' বাইডেন (Joe Biden) প্রশাসনকে নিয়ে এবার এভাবেই ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার রাতে একটি জনসভায় জো বাইডেন সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। এদিকে মঙ্গলবার বাইডেন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পরপরই বুধবার গ্রেফতার করা হয় ট্রাম্পকে। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্টকে গ্রেফতারির সম্মুখীন হতে হয়। ট্রাম্পের গ্রেফতারির পর থেকে প্রায় গোটা বিশ্ব জুড়ে শোরগোল শুরু হয়েছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্প যেখানে নিজেকে রিপাবলিকানদের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন, সেখানে তাঁর গ্রেফতারি নিয়ে জল্পনা শুরু হয়েছে জোর কদমে।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে তথ্য দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। যদিও গ্রেফতারির পর নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। আগামী ৪ ডিসেম্বর ফের ট্রাম্পের শুনানি হবে বলে জানা যাচ্ছে।