Ukraine Strikes Russia. (Photo Credits:X)

Ukraine Strikes Russia: রাশিয়াকে বড় জবাব দিল ইউক্রেন। যুদ্ধে বড় সফলতা পেল জেলেনস্কির দেশ। মস্কোর একেবারে কাছে রাশিয়ার গুরুত্বপূর্ণ পাইপলাইন উড়িয়ে দিল কিয়েভ। পাশাপাশি ড্রোন হামলায় বিকল হল রাশিয়ার বড় এক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তায় বড় ফাঁক তুলে ধরল ইউক্রেন। ভ্লাদিমির পুতিনের দেশে অন্তত দুই বড় পরিকাঠামোয় হামলার পর চাপে ক্রেমলিন। কাল্টসভেয়া জ্বালানি পাইপলাইনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ফলে রাশিয়ার পেট্রল, ডিজেল ও জেট জ্বালানী সরবরাহ ব্যবস্থা কার্যত স্তব্ধ। ধ্বংস হয়ে গিয়েছে তিনটি প্রধান নোড। সামরিক যানবাহন ও বিমানবাহিনীর জ্বালানি সরবরাহে বড় ধাক্কা খেয়েছে মস্কো। রাশিয়ার নিরাপত্তা বাহিনী পাহারায় থাকলেও হামলা ঠেকাতে ব্যর্থ তারা। এলাকা জুড়ে শোনা গিয়েছে আগুনের গোলার শব্দ, দেখা গিয়েছে আগুনের ফুলকি।

ওকা নদীর তীরে তাপবিদ্যুত কেন্দ্রে ইউক্রেমের হামলা

এখানেই শেষ নয়। রাশিয়ার আরও একটি বড় হামলা হয়। হামলাটি হয় ওকা নদীর তীরে ওরেল অঞ্চলে। মস্কো থেকে মাত্র ৩৬৮ কিলোমিটার দূরে ওরলোভস্কায়া তাপ ও বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে আগুন লাগার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। এখানেও তৎক্ষণাৎ ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে নামছে রুশ প্রশাসন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

দেখুন মস্কোর কাছে হামলা ইউক্রেনের

যুদ্ধের ৯৮৭তম দিনে ইউক্রেনের এই হামলা মোড় ঘোরাতে পারে

বিশ্লেষকদের মতে, যুদ্ধের ৯৮৭তম দিনে ইউক্রেনের এই হামলা দুই দেশের যুদ্ধে নতুন মোড় আনতে পারে। ইউক্রেনের ড্রোন প্রযুক্তির সক্ষমতা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ফাটল আরও স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, "রাশিয়ার হামলা পুরোপুরি সফল হয়েছে। লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানা হয়েছে।"অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা দফতর এখনও পুরো ক্ষয়ক্ষতির হিসেব প্রকাশ করেনি।