Ukraine's Drone Attack In Russia (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২ জুন: রাশিয়াকে তুখোড় জবাব ইউক্রেনের (Ukraine)। রুশ বিমান ঘাঁটিতে আছড়ে পড়ল একের পর এক ড্রোন। যুদ্ধ বিরতির (Russia-Ukraine War) নাম যখন পুতিন করছেন না, সেই সময় ড্রোন নিয়ে রুশ বিমান ঘাঁটিতে আঘাত করে ইউক্রেনের ড্রোন। ইউক্রেনীয় ড্রোনের এই আঘাতকে 'ব্লিলিয়ান্ট অপারেশন' বলে উল্লেখ করেন জেলেনস্কি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে হামলার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট (Volodymyr Zelensky)। রাশিয়ার একের পর এক বিমান যখন ভেঙে পড়ে, তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন জেলেনস্কি। পাশাপাশি একে ব্রিলিয়ান্ট অপারেশন বলেই মন্তব্য করা হয় ইউক্রেনের তরফে।

দেখুন কী লিখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

 

'স্পাইডার্স ওয়েব' অর্থাৎ 'মাকড়শার জাল' (Spider's web)। এই কোড নামের মাধ্যমেই রুশ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইউক্রেনের ১১৭টি ড্রোন (Drone Attack)। রাশিয়ার (Russia) যেখানে ক্রুজ় মিসাইল কেরিয়ার দাঁড়িয়ে থাকে, সেই বিমান ঘাঁটিতেই মাকড়শার জাল নেমে এসেছে। আঘাত করেছে ইউক্রেনের ১১৭টি ড্রোন।

জেলেস্কির কথায়, রাশিয়াকে এই আঘাত করতে প্রায় দেড় বছর ধরে পরিকল্পনা করা হয়েছে। যে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে, তা একেবারে সঠিক। গোড়ায় আঘাত করা হয়েছে রাশিয়ার। এক্স হ্যান্ডেলে মাকড়শার জাল নিয়ে নিজের বক্তব্য প্রকাশ করেন জেলেনস্কি।

দেখুন ভাইরাল ভিডিয়ো হামলার...

 

রাশিয়ার প্রায় ৪০টি যুদ্ধ বিমান (Fighter Jet) ধ্বংস করা হয়েছে বলে দাবি জেলেনস্কির। শান্তির আশায় বহুবার যুদ্ধ বিরতির আবেদন করা হয়েছে। তবে শোনেনি রাশিয়া। তাই পালটা আঘাত কতটা গুরুতর হতে পারে, রাশিয়ার মানুষকে তা বোঝাল ইউক্রেন। এমন দাবি করে নিজের এক্স হ্যান্ডেল কার্যত ভরিয়ে ফেলেন জেলেনস্কি।