Turkey on Quran Burning Incident: কোরান পোড়ানোর ঘটনায় সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক স্থগিত করল তুরস্ক
Turkish President Recep Tayyip Erdogan & Rasmus Paludan while burning Holy Quran (Photo Credit: Twitter)

আঙ্কারা, ২৫ জানুয়ারি: সুইডেনে কোরানের অনুলিপি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তুরস্ক সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে ন্যাটোর (NATO) একটি ত্রিপক্ষীয় বৈঠক স্থগিত করেছে। তুরস্কের কূটনৈতিক সূত্র অনুসারে, আগামী ফেব্রুয়ারিতে এ বৈঠক হওয়ার কথা ছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান (Recep Tayyip Erdogan) সুইডেনকে রাসমুস পালুদানের (Rasmus Paludan) এই কাণ্ডের পর তুরস্কের সমর্থন আশা না করতে বলার একদিন পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুইডেন ও ফিনল্যান্ড ২০২২ সালের মে মাসে ন্যাটোতে যোগদানের জন্য তাদের আনুষ্ঠানিক অনুরোধ জমা দেয়। এর এক মাস পর স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের আগে তুরস্ক, সুইডেন ও ফিনল্যান্ড সমঝোতা স্মারকে ((MoU) সই করে। Indian IT Layoffs in US: আমেরিকায় প্রায় দুই লাখ ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী ছাঁটাই, ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তার অনুরোধ জানিয়ে বিদেশ মন্ত্রককে চিঠি তামিলনাড়ুর আইটি ট্রেড ইউনিয়নের

ড্যানিশ কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের প্রধান রাসমুস পালুদান শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে কোরানের একটি অনুলিপি পুড়িয়ে ফেলেন। যা সারা বিশ্বে মুসলিমদের ধর্মীয় আস্থায় আঘাত হানার জন্য আলোড়ন ফেলেছে এবং প্রতিবাদ শুরু হয়েছে।