প্রাগ, ১৮ ফেব্রুয়ারি: করোনা ভাইরাসে প্রায় শ্মশান হতে বসেছে চিনের হুবেই প্রদেশ। গোটা চিন করোনার থাবায় জর্জরিত। চিনের বাইরের দেশেও বহু মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। অনেকের মৃত্যু হয়েছে। এখনও করোনার জের থেকে মুক্তির পথ পায়নি চিন। এরমধ্যে ফের নতুন বিপদ। এই মরশুমে মহামারীর দ্বিতীয় পর্যায়ে রয়েছে বার্ড ফ্লু। চেকপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগে চিকিৎসকরা বার্ড ফ্লুর (Bird Flu) উপসর্গ নিশ্চিত করেছেন। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বার্ড-ফ্লু দেশে মহামরির জায়গা নেওয়ার আগেই অন্তত লক্ষাধিক মুরগীকে মেরে ফেলতে হবে। জিনহুয়া সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, গত রবিবারেই প্রাগের স্লেপোটাইস গ্রামে বার্ড-ফ্লু র প্রবণতা দেখা গিয়েছে। সেখানকার এক পোলট্রিতে ৭ হাজার ৫০০ মুরগির মধ্যে ১৩০০ মারা গিয়েছে।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই প্রাগের বিস্তীর্ণ এলাকায় পাখিমৃত্যুর ঘটনা ঘটছে। মড়ক লেগেছে কি না তা জানতেই প্রাগের পশু চিকিৎসালয়ে মৃত মুরগীর পরীক্ষা করানো হয়েছে। তাতেই বার্ড-ফ্লুর জীবাণু মিলেছে। এদিকে সেদেশের বিভিন্ন ফার্মে সবমিলিয়ে এক লক্ষ ৩০ হাজার অসুস্থ মুরগীর সন্ধান মিলেছে। পরিস্থিতি বিবেচনা করে সেদেশের কৃষিমন্ত্রী মিরোস্লাভ তোমান বলেছেন, ফার্মগুলিকে যুদ্ধকালীন তৎপরতায় বন্ধ করে দেওয়া হয়েছে। এই সংক্রমণ যাতে বাইরে না আসতে পারে সেজন্য ফার্মের সদর দরজায় জীবাণু নাশক লুপ লাগানো হয়েছে। আজ সন্ধ্যা বা কাল সকালেই পোলট্রি সংক্রামিত মুরগী গুলির চিকিৎসা শুরু করবেন পশু চিকিৎসকরা। তারপরেই শুরু হবে পরবর্তী প্রক্রিয়া। আরও পড়ুন-Coronavirus Update: চিনে করোনাভাইরাসে অব্যাহত মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা ১৭০০ ছাড়ালো
সংক্রামিত মুরগীগুলিকে মেরে ফেলা হবে। সংক্রমণ রোধে প্রাথমিক প্রক্রিয়া এটিই। চলতি বছরের জানুয়ারিতেই প্রাগের ভিসোকিনা এলাকায় প্রথম বার্ড-ফ্লু নজরে আসে। গত তিন বছরের এনিয়ে দুবার বার্ড-ফ্লুর সংক্রমণে প্রাগ।