জাপানের অতি জনপ্রিয় একটি খাবার হল সুশি। ভিনিগার এবং স্বাদযুক্ত ঠাণ্ডা ভাতের ছোট ছোট বল তৈরি করে রেস্তোরাঁ গুলোতে পরিবেশন করা হয়। যার মধ্যে থাকে সবজি, ডিম কিংবা কাঁচা সামুদ্রিক মাছের পুর। জাপানের ঐতিহ্যবাহী এই খাবার ঘিরে সে দেশে দেখা গেল ‘সুশি সন্ত্রাসবাদ’এর আঁচ (Sushi Terrorism)।
আরও পড়ুনঃ বার্লিনের সুইমিং পুলে নগ্নতার ছাড়পত্র মহিলাদের
এমন সন্ত্রাসবাদের কথা নিশ্চয়ই প্রথম শুনছেন। জাপানের ঐতিহ্যবাহী খাবার সুশিকে ঘিরে এক রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর কার্যকলাপ করতে দেখা গেল কিছু ক্রেতাদের। যাকে ‘সুশি সন্তাসবাদ’ (Sushi Terrorism) বলে চিহ্নিত করা হচ্ছে। জাপানের রেস্তোরাঁয় কয়েকজন ক্রেতাদের সেই অস্বাস্থ্যকর কার্যকলাপের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটবাসি।
সুশি সন্ত্রাসবাদ...
Viral “sushi terror” pranks are making restaurants in Japan question whether or not conveyor belts are a good idea.🫢 pic.twitter.com/yI3pqejbSV
— LX News (@NBCLX) March 10, 2023
জাপানের (Japan) রেস্তোরাঁ গুলোতে একটি চলমান প্ল্যাটফর্মে সাজানো থাকে অসংখ্য সুশি। প্ল্যাটফর্ম ঘুরতে থাকে নিজের গতিতে। ক্রেতারা নিজের পছন্দ মত সুশি সেখান থেকে নিয়ে খেতে পারবেন। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, রেস্তোরাঁর সুশি গুলোতে স্যানিটাইজার স্প্রে করছেন কিছু ক্রেতা। জিভ দিয়ে সুশি চেটে আবার প্লাটফর্মে রেখে দিচ্ছেন সেই অস্বাস্থ্যকর সুশি।
রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ দেখে সুশি সন্ত্রাসবাদের (Sushi Terrorism) অভিযোগে গ্রেফতার করেছে তিন জন অভিযুক্ত ক্রেতাকে।