দিল্লি, ২৫ জুন: বয়স মাত্র ২ বছর (Child)। সেই ২ বছরের ছোট্ট ছেলেটিকে উপরের দিকে তুলে নিয়ে আছাড় মারল এক ব্যক্তি। মস্কো বিমানবন্দরে (Moscow Airport) এমনই একটি ভিডিয়ো দেখা যায়। যেখানে ছোট্ট ইরানিয়ান (Iranian Kid) এক শিশুকে ছো মেরে হাতে তুলে নিতে দেখা যায় এক ব্যক্তিকে। এরপর তাকে তুলে আছাড় মারে রাশিয়ার ওই ব্যক্তি। ছোট্ট শিশুটিকে তুলে আছাড় মারতেই সে অজ্ঞান হয়ে কোমায় (Coma) চলে যায়। শিশুটিকে আছাড় মারার পর ওই ব্যক্তি মুখের নানা ভঙ্গি করতে শুরু করে। সেই সময় বিমানবন্দরে থাকা আশপাশের লোকজন ছুটে গিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে।
জানা যায়, মেঝের উপর তুলে আছাড় মারায় ওই শিশুর মাথায় যেমন গুরুতর ক্ষত হয়েছে, তেমনি শিরদাঁড়াতেও লেগেছে চোট। ফলে সঙ্গে সঙ্গে শিশুটি কোমায় চলে যায়।
রিপোর্টে প্রকাশ, ইজরায়েল যখন ইরানে (Israel-Iran War) বোমা মারতে শুরু করে, সেই সময় তেহরান ছেড়ে রাশিয়ায় পালিয়ে আসে ওই শিশুর মা। ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে ইরান থেকে রাশিয়ায় হাজির হন ওই মহিলা। মস্কো বিমানবন্দরে (Moscow Airport) নামতেই হঠাৎ করেই ওই শিশুকে তুলে আছাড় মারে এক ব্যক্তি। যার জেরে বর্তমানে ইারনের শিশুটি জীবন, মরণের সঙ্গে লড়াই করছে।
দেখুন সেই ভিডিয়ো যেখানে ২ বছরের শিশুকে তুলে আছাড় মারে রাশিয়ার এক ব্যক্তি...
Man picks up a 2 year old Iranian kid and slams him into the ground at a Russian airport lounge. The kid is currently in a coma
Sick individuals everywhere
— validate (@validclipx) June 25, 2025
অভিযুক্ত ব্যক্তি বেলারুশের বাসিন্দা। তার নাম ভ্লাদিমির ভিটকভ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভ্লাদিমির ভিটকভের সুটকেসের কাছে শিশুটি দাঁড়িয়ে ছিল চুপচাপ। হঠাৎ করেই ভ্লাদিমির ভিটকভ শিশুটিকে হাতে তুলে নিয়ে আছাড় মারে।
রুশ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ওই ব্যক্তি বর্ণবিদ্বেষী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই ব্যক্তি মাদকাসক্ত কি না, তাও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।