ইরান (Iran) জুড়ে হামলা শুরু করেছে ইজরায়েল (Israel)। রিপোর্ট বলছে, ইরানের ৫০টি শহরে হামলা চালিয়েছে ইজরায়েল। গত ১২ দিন ধরে ইজরায়েলি সেনা ইরানের ৫০টি শহরে হামলা চালিয়েছে। ইরানের একের পর এক শহরে হামলা চালাতে শুরু করে ইজরায়েল। ফলে ইরানের বিভিন্ন শহর যেমন ভেঙে পড়তে শুরু করে, তেমনি বিভিন্ন এলাকা থেকেও ধ্বংসাবশেষের ছবি উঠে আসতে শুরু করে। ইজরায়েল যেমন ইরানে (Israel-Iran War) হামলা শুরু করে, তেমনি তেহরানের তরফেও তেল আভিভ, হাইফার মত শহর জুড়ে হামলা শুরু হয়। ফলে মধ্যপ্রাচ্যের (Middle East) দুই শহরের অবস্থাই খারাপ হতে শুরু করে। ইজরায়েল এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি যখন খারাপ হতে শুরু করে, সেই সময় সংঘর্ষ বিরতি নিয়ে একাধিক দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রথমে যুদ্ধ বিরতির কথা কথা অস্বীকার করে ইরান। তাদের হাতে বন্দুকের ট্রিগার রয়েছে বলে দাবি করা হয় তেহরানের তরফে। যার জেরে ইরান নতুন করে ইজরায়েলে হামলা চালায়। যার পালটা ইজরায়েলও হামলা চালায় তেহরানে। যার জেরে ফের দুই দেশের পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠতে শুরু করলে, ট্রাম্প চটে যান। ফলে তিনি ইজরায়েল এবং ইরানের যুদ্ধ প্রসঙ্গ খানিক অপশব্দও প্রয়োগ করে ফেলেন।
ইরানের ৫০টি শহরে হামলা শুরু করে ইজরায়েল...
Iran International released a video map revealing the locations of Israeli airstrikes across Iran.
Over 50 Iranian cities hit in just 12 days. Wow. pic.twitter.com/hTwbI40Kzi
— Open Source Intel (@Osint613) June 25, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)