Israel-Iran Ceasefire: ১২ দিনের হামলা-পাল্টা হামলা, পরমাণু ঘাঁটিতে হামলা, বাসভবন-বহুতলে মিসাইল হানার পর সংঘর্ষবিরতি হয়েছে ইজরায়েল ও ইরানের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিছুটা গররাজি হয়েও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল ও ইরান। সংঘর্ষ বিরতি হওয়ার পরেও দক্ষিণ ইজরায়েলে ইরানের ব্য়ালিস্টিক মিসাইল আছড়ে পড়ে ভেঙে দিয়েছিল একটি সাততলা বাড়ি, মারা য়ান ৪ জন। এর পাল্টা দিতে পূর্ণশক্তিতে ইরানে ঝাঁপিয়েছিল ইজরায়েলের বোমারু বিমান। কিন্তু ট্রাম্প ফোন করে নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধের নির্দেশ দিতেই ফিরে আসে ইজরায়েলের বোমারু বিমান। ইরানও শুরুতে অস্বীকার করলেও পরে সংঘর্ষ বিরতি মেনে নেয়।
তবে ইজরায়েল এদিন জানায়, ইরানে অভিযান মোটেও শেষ হয়নি। ইরানে সর্বময় কর্তা আয়াতুল্লা আল খামেনিকে সরিয়ে সিংহাসন বদলের লক্ষ্যে এখনও অবিচল নেতানিয়াহু। যদিও নেতানিয়াহুর মত ইরানের সিংহাসনে বদল চায় না আমেরিকা। ইরানের যুদ্ধ থামতেই ইজরায়েলের নজর ফের ফিরল গাজা, আর প্যালেস্টাইনে। ইরানের সংঘর্ষবিরতি হওয়ার ঘণ্টা চারেক পর থেকেই গাজার আকাশে দেখা য়ায় ইজরায়েল বেশ কয়েকটি বোমারু বিমান। এবার গাজার যেটুকু মাথাতুলে আছে, সেটাও ধ্বংসস্তুপে পরিণত করতে চান নেতানিয়াহু।
ইরানের বিরুদ্ধে অপারেশন জারি রাখার ঘোষণা ইজরায়েলের
JUST IN - "Campaign against Iran is not over," says Israel’s Chief of Staff, adding, "Focus will now return to Gaza."
— Disclose.tv (@disclosetv) June 24, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)