Russia-UKriane War: মারিউপলের থিয়েটার হলে রাশিয়ার ভয়াবহ হামলা, ৩০০ জনের মৃত্যু: রিপোর্ট
Russia-Ukraine War (Photo Credit: Twitter)

কিভ, ২৫ মার্চ:  মারিউপলের (Mariupol) একটি থিয়েটারে হামলা চালাল রাশিয়া (Russia)। যার জেরে ওই থিয়েটার হলে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়। এমনই রিপোর্ট প্রকাশ্যে আসতেই ফের ইউক্রেনে (Ukraine) রাশিয়ার হানাদারি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সংবাদ সংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী, মারিউপলের একটি থিয়েটারে রুশ সেনার হামলার জেরে কমপক্ষে ৩০০ মানুষের 'গণহত্যা' চালানো হয়েছে।

গত ১৬ মার্চ মারিউপলের এক নাগাড়ে বোমা বর্ষণ শুরু করে রাশিয়া। তার জেরে ইউক্রেনের ওই শহরে কমপক্ষে ১০০০ মানুষের মৃত্যু হয়। রুশ সেনার হানাদারির জেরে ওই সময় মারিউপল থেকে একের পর এক শিশুর মৃত্যুর খবর প্রকাশ্যে উঠে আসতে শুরু করে।

আরও পড়ুন: Russia-Ukraine War: মারিউপল যেন 'ধ্বংসস্তূপ', বিনা খাবারে আটকে ১ লক্ষ মানুষ, ছবিতে শিউরে উঠছে গোটা বিশ্ব

সম্প্রতি মারিউপলে একের পর এক হামলার জেরে ইউক্রেনের ওই শহর গোটা দেশ থেক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে যেমন খাবারের অভাবে মানুষ ধুঁকছেন। তেমনি জল সঙ্কটও দেখা দিয়েছে তীব্রভাবে।