Ukrainian President Volodymyr Zelensky (Photo Credits: Instagram)

কিভ, ১২ এপ্রিল:  রাশিয়ার (Russia) বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukrainian President)। তিনি বলেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্যতম বড় শহর মারিউপলে এক হাজারের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনকে পুরোপুরি ধ্বংস করে দিতে চাইছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখার সময় ফের ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ফুঁসে ওঠেন জেলেনস্কি।

ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্টের অভিযোগ, দক্ষিণ-পূর্ব ইউক্রেনকে পুরোপুরি নিজেদের বাগে এনে ধ্বংস করে দিতে চাইছে রাশিয়া। মারিউপলকে (Mariupol) ধ্বংস করে দিয়েছে পুতিন বাহিনী। ইউক্রেনের এই গুরুত্বপূর্ণ শহরকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে রুশ সেনা। এমন অভিযোগেও ফুঁসে ওঠেন জেলেনস্কি।

আরও পড়ুন:  Rakhi Sawant: রাখির জীবনে নতুন কেউ, কেক কেটে উদযাপন করলেন অভিনেত্রী

এসবের পাশাপাশি তিনি আরও বলেন, রাশিয়া যত চেষ্টাই করুক না কেন, ইউক্রেন হার মানবে না।  নিজেদের সবকিছু দিয়ে রাশিয়ার সঙ্গে শেষ পর্যন্ত লড়ে যাবে ইউক্রেনীয় সেনা। এমন কঠোর মন্তব্য করতেও শোনা যায় জেলেনস্কিকে।