![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/volodymyr-zelenskyy-vladimir-putin.jpg?width=380&height=214)
দিল্লি, ১২ ফেব্রুয়ারি: রাশিয়া, ইউক্রেন (Russia-Ukraine War) যুদ্ধ থামার নাম নিচ্ছে না। ইউক্রেনে যে বিশেষ সেনা অভিযান রাশিয়া শুরু করে, তা ক্রমশ যুদ্ধের রূপ নেয়। গত ৩ বছর ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ অব্যাহত। এসবের মাঝে সামনে এল এক ভয়াবহ তথ্য। দ্য সান-এর একটি রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের এক ক্ষুরধার অফিসারকে হত্যা করে ইউক্রেন মহিলা গুপ্তচর পাঠায়। সুন্দরী ওই মহিলা গুপ্তচর ইউক্রেনের পাওয়ার লিফিটিং চ্যাম্পিয়ন হিসেবে খ্যাত। সেই পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নকেই গুপ্তচর হিসেবে রাশিয়ায় পাঠায় ভলোদিমির জেলেনস্কির দেশ। তবে ইউক্রেনের সেই পরিকল্পনা সার্থক রূপ নেয়নি। অবিলম্বে সেই সুন্দরী গুপ্তচরকে খুঁজে বের করে ক্রেমলিন (Kremlin)। শুধু একজনই নয়, এমন ৪ ক্ষুরধার মহিলা গুপ্তচরকে সীমান্ত পার করে রাশিয়ায় পাঠায় ইউক্রেন। যদিও তাঁদের প্রত্যেকের খোঁজ পুতিন সরকার পেয়েই যায় শেষ পর্যন্ত।
রাশিয়ার সিকিউরিটি সার্ভিস এফএসবি-এর তরফে জানানো হয়, বন্দুক চালানো থেকে শুরু করে ড্রোন নিয়ন্ত্রণ, বোমা তৈরির মত একাধিক প্রশিক্ষণ দিয়ে ওই ৫ মহিলাকে রাশিয়ায় পাঠায় ইউক্রেন। রুশ প্রতিক্ষা দফতরের পদস্থ আধিকারিককে খুনের পাশাপাশি ওই সুন্দরী গুপ্তচরদের নজরে আরও আধিকারিক ছিলেন। তবে নিমেষেই ইউক্রেনের সেই ফন্দি প্রকাশ পায় এবং রাশিয়া সুন্দরী গুপ্তচরকে এক এক করে আটক করে।
যদিও ইউক্রেনের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও ধরনের পালটা মন্তব্য করা হয়নি। যদিও বিষয়টিকে অস্বীকারও করেনি ভলোদিমির জেলেনস্কি সরকার।
এদিকে ক্ষমতায় বসেই ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, ইউক্রেনে সাহায্য বন্ধ করা হবে। প্রতিরক্ষাখাতে ইউক্রেনকে দিতে যে বরাদ্দ আমেরিকার পূর্বতম সরকারের তরফে করা হয়, তা সরাসরি বাতিল করেন ট্রাম্প। ফলে রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ ইউক্রেন কতদিন চালিয়ে যেতে পারবে, তা নিয়ে আশঙ্কা রয়েইছে।