Russia-Ukraine War: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল খারকিভ, মঙ্গলবার রাতজুড়ে ইউক্রেনের রাজধানীতে যুদ্ধের দামামা, আতঙ্ক
Russia-Ukraine War (Photo Credit: Twitter)

কিভ,  ২ মার্চ:  বুধবার সকালে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল খারকিভ (Kharkiv)। ইউক্রেনের (Ukraine) দ্বিতীয় বৃহত্তম শহর বুধবার প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে। খারকিভের ওই বিস্ফোরণের জেরে কতজন আহত বা নিহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

এদিকে ইউক্রেনে হামলার পর থেকে এখনও পর্যন্ত সে দেশের রাজধানী কিভ (Kyiv) দখল করতে পারেনি রুশ সেনা। মঙ্গলবার রাত থেকে কিভে সাইরেন বাজতে শুরু করে। কিভ ছেড়ে যাতে সাধারণ মানুষ নিরাপদ জায়গায় সরে য়ান, সেই কারণে সাইরেন বাজতে শুরু করে। জানা যায়, মঙ্গলবার সারা রাত ধরে কিভ জুড়ে সাইরেন বাজতে শুরু করে। ফলে ইউক্রেনের রাজধানী শহর প্রত্যেকে ছাড়তে পেরেছেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন:  Russia-Ukraine War: ইউক্রেনে হামলার জের, ইউরোপ ছাড়তে বাধ্য হল বৃহৎ রাশিয়ান ব্যাঙ্ক

প্রসঙ্গত ২ মার্চের মধ্যে ভ্লদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেন দখল করবেন বলে সম্প্রতি মন্তব্য করেন রুশ উপবিদেশমন্ত্রী অ্যান্দ্রেই। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় বিশ্ব জুড়ে। সেই কারণে ২ মার্চ শুরুর প্রাক মুহূর্তে গোটা কিভ জুড়ে সতর্কতা সাইরেন বাজানো হল কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।