ওয়াশিংটন, ১৮ ফেব্রুয়ারি: হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি (John Kirby) বলেছেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর চলমান যুদ্ধ শুরুর পর থেকে রুশ ভাড়াটে ওয়াগনার গ্রুপ ৩০ হাজারের বেশি হতাহতের শিকার হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে কার্বি এ মন্তব্য করেন। কার্বি বলেন, "ডিসেম্বরের মাঝামাঝি থেকে অভিযানে প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছে। গত জানুয়ারিতে কার্বি ঘোষণা করেছিলেন, 'ইউক্রেন ও অন্য কোথাও নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের' জন্য ওয়াগনার গোষ্ঠীকে 'ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন' (Transnational Criminal Organization) হিসেবে চিহ্নিত করবে আমেরিকা। Taliban Attacks In Karachi: করাচি পুলিশের সদর দফতরে তুমুল গুলির লড়াইয়ে খতম ৫ তালিবানি জঙ্গি, মৃত পুলিশ আধিকারিক
শুক্রবারের ব্রিফিংয়ে কার্বি আরো বলেন, ওয়াগনার রাশিয়ার কারাগারে ব্যাপক নিয়োগ করেছেন। তিনি আরো বলেন, হতাহতদের অধিকাংশই প্রশিক্ষণহীন আসামি। হতাহত হওয়া সত্ত্বেও, ওয়াগনার বাখমুট (Bakhmut) শহরকে ঘিরে লাভবান হয়েছেন। যুদ্ধের কিছু ভয়াবহ লড়াই পূর্ব শহরের চারপাশে সংঘটিত হয়েছে, ওয়াগনার ভাড়াটে সেনারা এটি দখলের জন্য রাশিয়ান প্রচেষ্টায় ব্যাপকভাবে জড়িত ছিল। বাখমুট দখল করলে রাশিয়া ক্রামাটারস্ক (Kramatorsk) এবং স্লোভায়ন্স্কের (Slovyansk) মতো আরও পশ্চিমে বড় শহরগুলিতে অগ্রসর হতে পারে। তিনি শহরের সামরিক গুরুত্ব নিয়েও প্রশ্ন তোলেন।
ইউক্রেনের সেনারা বলছে, ওয়াগনার যোদ্ধাদের খোলা মাঠের ওপর দিয়ে প্রচুর পরিমাণে হামলা চালানো হয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, মস্কো আহত ও মৃত সেনাদের সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে। রুশ শাসক ইয়েভগেনি প্রিগোজিনের (Yevgeniy Prigozhin) মালিকানাধীন ওয়াগনার গ্রুপ বর্তমানে ইউক্রেনে প্রায় ৫০,০০০ কর্মী মোতায়েন করেছে, যার মধ্যে ১০,০০০ ঠিকাদার এবং ৪০,০০০ দণ্ডিত রয়েছে।