করাচি: শুক্রবার সন্ধ্যার সময় পাকিস্তানের (Pakistan) বন্দর শহর (port city) করাচির (Karachi) শারিয়া ফয়সল (Sharea Faisal) এলাকায় অবস্থিত পুলিশ সদর দফতরে (Police head office) আচমকা ঢুকে পড়ে ৮ থেকে ১০ জন পাকিস্তানি তালিবানি জঙ্গি (Pakistani Talibani terrorists) । তারপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে।
প্রথমে এই ঘটনার জেরে সেখানে থাকা পুলিশ আধিকারিকরা ঘাবড়ে গেলেও পরে পালটা জবাব দিতে থাকেন। পরে বাইরে থেকে হেলিকপ্টারে করে গুলি চালাতে থাকেন অন্য জায়গা এলাকা থেকে আসা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
#UPDATE | 5 militants killed. Two people, including a police officer, lost their lives & 10 people including Rangers personnel have been injured: Pakistan's Geo News https://t.co/hTEjaw3Twn
— ANI (@ANI) February 17, 2023
কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হওয়ার পর কমপক্ষে পাঁচজন পাকিস্তানি তালিবানি জঙ্গি খতম হয় বলে জানা গেছে। এছাড়াও একজন পুলিশ আধিকারিক-সহ দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন পাকিস্তানি রেঞ্জার (Rangers)-সহ কমপক্ষে ১০ জন। আরও পড়ুন: Viral Video: বাড়ি থেকে পালিয়ে পাকিস্তানের রাজধানীর ব্যস্ত রাস্তায় দাপিয়ে বেড়ালো পোষ্য চিতা, দেখুন ভিডিয়ো
Pakistan | Armed men opened fire at the head office of the port city's police, situated on the main artery of Sharea Faisal in Karachi. At least 8-10 terrorists are inside the police office with the exchange of fire still going on: Pakistan's Geo News
— ANI (@ANI) February 17, 2023