Cheetah (Photo Credit: File Photo)

একে দেশের অর্থনৈতিক অবস্থার হাল একেবারে ভেঙে পড়েছে। তার ওপর আবার রাজধানীর ব্যস্ত রাস্তায় এদিক, ওদিক দৌড়চ্ছে চিতাবিঘা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেখা গেল এমনই ছবি। এক ব্যক্তি তার বাড়িতে চিতা পুষে ছিলেন। কোনওভাবে সেই চিতা ঘর থেকে পালিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ে।

তারপর কখনও কোনও আবাসন, তো কখনও আবার কারও বাড়ি, কখনও আবার রাস্তায় ঘুরতে থাকে। আতঙ্কে একেবারে কাঁটা হয়ে যান সবাই। শেষ অবধি বন দফতরের কর্মীরা এক ঘণ্টার মরিয়া চেষ্টায় চিতাটিকে ঘুমপাড়ানি গুলি করে নিজেদের হেফাজতে আনে।

চিতার আক্রমণে চারজন গুরুতর জখম হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরও পড়ুন-জিমের মধ্যে হামলা, সাহসে ভর করে রুখলেন মহিলা, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

পাকিস্তানে অভিজাত বাড়িতে চিতাবাঘ পোষার রীতি আছে। নিজেদের ক্ষমতা বোঝাতে অনেকেই এটা করে থাকেন। কিন্তু মাঝেমাঝেই এতে বিপত্তি ঘটে। ২০২০ সালে এমন ধরনের ঘটনায় চিতার আক্রমণে দু জন প্রাণও হারিয়েছিলেন।