নয়াদিল্লিঃ তৃতীয়বার বিয়ে (Marriage) করবেন, এই ছিল ইচ্ছে। নিজের এই ইচ্ছের কথা বাড়িতে জানাতেই সব শেষ! তৃতীয়বার বিয়ে করার প্রস্তাব বাড়িতে জানিয়ে ভাইদের হাতে খুন হলেন মহিলা। শুক্রবার (Friday) ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) করাচির (Karachi) বাহাদুরবাদে (Bahadurbad)। জানা গিয়েছে, আগে দুইবার বিয়ে হয়েছিল ওই মহিলার। তবে দুই স্বামীকেই হারান তিনি। বর্তমানে আট সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকছিলেন। এরপরই ফের বিয়ে করার সিন্ধান্ত নেন। বাড়িতে জানাতেই তাঁর উপর চড়াও হয় তাঁর ভাইয়েরা। শেষমেশ বচসা চরমে পৌঁছয়। কথা কাটাকাটি পরে হাতাহাতিতে পৌঁছয়। এরপরই তাঁকে খুন করে তার ভাইয়েরা, এমনটাই অভিযোগ। ঘটনাস্থল থেকে ৩০ বোরের পিস্তল ও দুটি শেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত করছে করাচি পুলিশ। পলাতক অভিযুক্তরা। এই ঘটনায় আর কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে খুন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে করাচি পুলিশ। নিহত মহিলার সন্তানদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
#NDTVWorld | Pak Woman Killed By Brothers For Wanting To Marry 3rd Time: Report https://t.co/Q2V37VFBva pic.twitter.com/j3HaqkSaFl
— NDTV (@ndtv) July 27, 2024