
কিভ, ২৮ ফেব্রুয়ারি: রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের মাঝে ফের বড় খবর। রাশিয়ার বোমাবর্ষণের জেরে ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভ ইতিমধ্যেই প্রায় ধ্বংসের পথে। রাশিয়ার একটানা হামলার জেরে ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে (Kharkiv) ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার এমনই দাবি করেন খারককিভের গভর্নর।
#BREAKING Russian shelling has killed at least 11 civilians in Ukraine's second city Kharkiv: regional governor pic.twitter.com/YhNvJRJ4Ax
— AFP News Agency (@AFP) February 28, 2022
এদিকে বেলারুশ সীমান্তে রাশিয়া এবং ইউক্রেন আলোচনার জেরে সমাধান সূত্রে খুঁজছে। বেলারুশে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে রুশ প্রতিনিধিরা যুদ্ধ বন্ধে সমাধান সূত্র খুঁজতে ব্যস্ত। রাশিয়া, ইউক্রেনের আলোচনা শুরু হলেও, বোমাবর্ষণ বন্ধ করেনি রুশ সেনা। উলটে ইউক্রেনের অন্যতম বড় শহর খারকিভে একনাগাড়ে আক্রমণের জেরে একের পর এক নীরিহ প্রাণ ঝরে যেতে শুরু করেছে।
অন্যদিকে রাশিয়া (Russia) থেকে আমেরিকানরা শিগগিরই ফেরৎ আসুন। এমনই জানানো হয়েছে ওয়াশিংটনের তরফে। আমেরিকানরা যাতে শিগগিরই মস্কো ছাড়েন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয় বাইডেন সরকারের তরফে। ইউক্রেন (Ukraine) , রাশিয়ার দ্বন্দ্বের মাঝে এবার কি আমেরিকার সঙ্গে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সরাসরি যুদ্ধ শুরু হবে? আশঙ্কা বিশ্ব জুড়ে।