Russia-Ukraine War: হাতে আর কয়েক ঘণ্টা, ২ দিনের মধ্যে ইউক্রেন দখল করতে চান পুতিন, দাবি রুশ মন্ত্রীর
Russia-Ukraine Conflict (Photo Credit: Twitter)

মস্কো, ২৮ ফেব্রুয়ারি:  আগামী ২ মার্চের মধ্যে ইউক্রেন (Ukraine) দখলের পরিকল্পনা রাশিয়ার (Russia)। আগামী ২ দিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেন দখলের পরিকল্পনা করেছেন। এমনই জানালেন  রাশিয়ার উপবিদেশমন্ত্রী অ্যান্দ্রেই ফেদরভ।

ইউক্রেনে হানাদারি বিষয়ে সম্প্রতি মুখ খোলেন রাশিয়ার উপবিদেশমন্ত্রী অ্যান্দ্রেই ফেদরভ। অ্যান্দ্রেই বলেন,  ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনার পর যাতে সদর্থক কোনও উত্তর পাওয়া যায়, সেদিকে তাকিয়ে প্রায় গোটা বিশ্ব। দুই দেশের মধ্যে কথা চলছে। রাশিয়া এবং ইউক্রেনের আলোচনায় যাতে কোনও সিদ্ধান্ত উপনীত হওয়া যায়, সে দিকে তাকিয়ে অ্যান্দ্রেই নিজেও বলে জানান এই রুশ মন্ত্রী।

আরও পড়ুন: Russia-Ukraine War: বাজছে বিপদঘণ্টি, কিভ ছাড়ুন শিগগিরই, ইউক্রেনের নাগরিকদের সতর্ক করল রাশিয়া

প্রসঙ্গত সোমবার বেলারুশ সীমান্তে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আজ আলোচনায় বসে ইউক্রেন। রাশিয়া এবং ইউক্রেন সমঝোতায় বসতে সোমবার মুখোমুখি আলোচনা করবে বলে আগেই জানান ভলোদিমির জেলেনস্কি।