মস্কো, ৮ এপ্রিল: ইউক্রেনের (Ukraine) সঙ্গে যুদ্ধে তাঁদের বহু সেনা নিহত হয়েছেন। এবার এমনই সুর শোনা গেল মস্কোর (Moscow) গলায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনে হানাদারির পর রুশ সেনার বহু জওয়ানের মৃত্যু হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন পেসকভ। তবে ইউক্রেনে হানাদারির পর থেকে এখনও পর্যন্ত ঠিক কত রুশ সেনার মৃত্যু হয়েছে, সে বিষয়ে ক্রেমলিনের মুখপাত্রের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
ইউক্রেনে রাশিয়ার (Russia) হানাদারি ৬ সপ্তাহে পড়ল। পুতিন বাহিনীর হামলার জেরে ইউক্রেন থেকে এখনও পর্যন্ত ৪ মিলিয়ন মানুষ দেশ ছেড়ে শরণার্থী হয়েছেন বলে জানা যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে মস্কোর উপর নিষেধাজ্ঞা চাপাতে শুরু করেছে পশ্চিমী দেশগুলি। যা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে জোরদার আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: Shashi Tharoor: সুপ্রিয়া সুলের সঙ্গে আলোচনায় মগ্ন, ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন শশী থারুর
ইউক্রেনে রাশিয়ার হানাদারির পর রাষ্ট্রসংঘের (UN) মানবাধিকার কাউন্সিল থেকে মস্কোর সদস্যপদ বাতিল করা হয়েছে। ইউক্রেনে হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে রাশিয়া। এই অভিযোগেই রাশিয়ার সদস্যপদ রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বাতিল করা হয়েছে বলে খবর।