Vladimir Putin, Volodymyr Zelenskyy (Photo Credit: Instagram)

কিভ, ২৯ মার্চ:  শিগগিরই ইউক্রেনের (UKraine) সঙ্গে আলোচনায় বসবে রাশিয়া (Russia)। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তুরস্কে শান্তি আলোচনায় বসবেন পুতিন (Vladimir Putin)। সেই তোড়জোড়ই চালানো হচ্ছে  মস্কোর তরফে। এবার প্রকাশ্যে আসছে এমন খবর। ইস্তানবুলে প্রথম দফার আলোচনা সেরেছে রাশিয়া এবং ইউক্রেন। ইস্তানবুলে রাশিয়া এবং ইউক্রেনের যে আলোচনা হয়েছে, তা যথেষ্ট অর্থপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিবিদরা। ইস্তানবুলে প্রথম দফার আলোচনার পর এবার দুই দেশের প্রেসিডেন্ট শিগগিরই ফের আর এক দফার আলোচনা সারতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  Russia-Ukrane War: ইউক্রেনের রাজধানী কিভ থেকে সেনা সরাচ্ছে রাশিয়া? শান্তি চুক্তির পথে এগোচ্ছে মস্কো

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসার আগেই কিভ থেকে বড় সংখ্যায় সেনা সরানোর কাজ শুরু করেছে রাশিয়া। কিভের পাশাপাশি চেরনিভ থেকেও সরানো হচ্ছে সেনা। সবকিছু মিলিয়ে রাশিয়া এবং ইউক্রেন এবার শান্তির পথে এগোচ্ছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

যদিও ভ্লাদিমির পুতিনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি।