Volodymyr Zelenskyy (Photo Credit: X)

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি: রাশিয়ার (Russia) সঙ্গে যুদ্ধ থামিয়ে শান্তি প্রক্রিয়া শুরু করতে এবার এক অন্য ধরনের প্রস্তাব দিলেন ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে যে শান্তি চুক্তি শুরু হবে, তার প্রথম ধাপ হিসেবে দুই দেশের বন্দিদের ছাড়া হোক। রাশিয়া এবং ইউক্রেনের বন্দিদের জেল থেকে মুক্ত করে, শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন করা হোক বলে দাবি করেন ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার বিশেষ সেনা অভিনযানের ৩ বছর সম্পন্ন হতেই কিভে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিভের ওই অনুষ্ঠানে হাজির হয়ে জেলেনস্কি বলেন, দুই দেশের বন্দিদের মুক্ত করে শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ তরান্বিত করা হোক। রাশিয়া যদি ইউক্রেনের সমস্ত বন্দিদের মুক্ত করে, তাহলে তাঁরাও জেলে বন্দি রুশদের ছেড়ে দেবে। দুই দেশের বন্দি মুক্তির প্রক্রিয়ার মাধ্যমেই শান্তি আসুক দুই ভখণ্ডের মধ্যে বলে নিজের মত প্রকাশ করেন ভলোদিমির জেলেনস্কি। সেই সঙ্গে এই বছর যাতে ইউক্রেনে শান্তি নামিয়ে আনে, সেই আশাও প্রকাশ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

প্রসঙ্গত রুশ সেনা অভিযানের ৩ বছর সম্পনন্ন হতেই রবিবার কিভে হাজির হন ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনের পাশে দাঁড়িয়ে যুদ্ধ থামানোর বার্তা দেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এবার যুদ্ধ থামানোর বিষয়ে আরও একধাপ এগিয়ে দুই দেশ যাতে অপর দেশের বন্দিদের মুক্ত করে, সে বিষয়ে আবেদন করেন জেলেনস্কি।