কিভ, ১০ মার্চ: মারিউপলে শিশু হাসপাতাল লক্ষ্য করে বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া। মারিউপলের ওই শিশু হাসপাতালে আটকে ৩ হাজার সদ্য়োোজাত। জন্মের পর যারা কোনও চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। এমনই অভিযোগ করা হয় ইউক্রেনের তরফে। মারিউপলের ওই শিশু হাসপাতালে লাগাতার বোমাবর্ষণের জেরে তা কার্য ত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে বলেও অভিযোগ করে জেলেনস্কি প্রশাসন। মারিউপলের যে শিশু হাসপাতালে রাশিয়ার বোমারু বিমান লাগাতার হামলা চালায়, সেই ছিব এবার প্রকাশ্যে উঠে এল। যা দেখে শিউরে উটেছে প্রায় গোটা বিশ্ব। দেখুন...
VIDEO: Children's hospital in Ukraine hit in air strike.
Police in Ukraine have released images showing devastation at a children's hospital in the besieged port city of Mariupol.
International leaders and Ukraine blame Russia for the attack, calling it “barbaric” pic.twitter.com/HurZMf0fdO
— AFP News Agency (@AFP) March 10, 2022
ইউক্রেনের (Ukraine) বিদেশমন্ত্রীর অভিযোগ, মারিউপলে একটানা বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়ার বোমারু বিমান। যার জেরে ইউক্রেনের ওই শহরে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। ফলে রাশিয়া প্রায় ৪ লক্ষ মানুষকে মারিউপলে পণবন্দি করে রেখেছে বলে অভিযোগ করা হয় ইউক্রেনের বিদেশমন্ত্রী তরফে।
আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়ার বোমাবর্ষণে ধ্বংস মারিউপলের শিশু হাসপাতালে, যুদ্ধ বন্ধের আর্জি ইউক্রেনের
মারিউপলের শিশু হাসপাতালে কীভাবে রাশিয়া এই ধরণের 'বর্বরোচিত' হামলা চালায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলের প্রশ্নের মুখে মস্কো।