কিভ, ২৪ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার সকালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। রুশ সেনার হামলার জেরে গোটা বিশ্ব জুড়ে শোরগোল ছড়িয়েছে। ইউক্রেনে রাশিয়ান সেনার হামলার কয়েক ঘণ্টা পর একটি স্পষ্ট ছবি প্রকাশ করল ইউক্রেনিয়ান সেনা। ইউক্রেনের সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে এই পর্যন্ত রাশিয়া ৩০টি জায়গায় বোমাবর্ষণ চালিয়েছে। যার মধ্যে ইউক্রেনের সেনা ঘাঁটি যেমন রয়েছে, তেমনি জনবহুলস্থানেও চলছে রুশ সেনার মিসাইল বর্ষণ। কালিবর মিসাইল নিয়েই রুশ সেনা ইউক্রেনের বিভিন্ন জায়গায় হামলা শুরু করেছে বলে সে দেশের সেনার তরফে জানানো হয়।
Ukraine's military says Russia attacked Ukraine with more than 30 strikes on civilian and military infrastructure, including with Kalibr cruise missiles: Reuters
— ANI (@ANI) February 24, 2022
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের মানুষের পাশে তাঁরা রয়েছেন। এই গভীর উদ্বেগের সময় ব্রিটেনের মানুষ যাতে সব দিক থেকে ইউক্রেনের মানুষের পাশে থাকেন, সে বিষয়ে আশ্বাস দেন বরিস জনসন।
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: ইউক্রেনে হামলায় রাশিয়াকে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি ন্যাটোর
ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ইউক্রেনকে রক্ষা করতে এবং পাশে থাকতে ব্রিটেনের মানুষের কাছে আবেদন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।