Russia-Ukraine Conflict: ইউক্রেনে হামলায় রাশিয়াকে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি ন্যাটোর
Russia-Ukraine Crisis (Photo Credit: Twitter/AFP)

কিভ, ২৪ ফেব্রুয়ারি:  প্রথমে আকাশপথে হামলা, তারপর ইউক্রেন (Ukraine) সীমান্ত পার করে সে দেশে প্রবেশ করে রাশিয়ান সেনা। ইউক্রেনে হামলার পর রাশিয়ান সেনাকে প্যারাট্রুপার্স করেও মাটিতে নামতে দেখা যায় একাধিক ভিডিয়োর মাধ্যমে। ইউক্রেনে রুশ সেনা হামলার পর তড়িঘড়ি বৈঠকে বসে ন্যাটো (NATO)। পাশাপাশি শুক্রবার মিত্রশক্তির সঙ্গে ন্যাটো আলোচনায় বসবে বলেও জানানো হয়।

এসবের মধ্যে ন্যাটোর তরফে রাশিয়ান (Russia) হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। ইউক্রেনে হামলা চালিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (EU) দেশগুলির শান্তি বিঘ্নিত করছে রাশিয়া। এমন মন্তব্য করা হয় ন্যাটোর তরফে। রাশিয়ার এই আগ্রাসন সমর্থনযোগ্য নয় বলে জানানো হয় ন্যাটোর তরফে।

আরও পড়ুন: Russia-Ukraine Conflict: ইউক্রেনে রাশিয়ার বোমাবর্ষণ, কিভ ছেড়ে ভয়ে প্রাণ হাতে নিয়ে পালাচ্ছেন মানুষ

পাশাপাশি ইউক্রেনের পাশে রয়েছে ন্যাটো। ইউক্রেনে হামলার পর রাশিয়াকে এর ফল ভোগ করতে হবে বলে সুর চড়ানো হয় ন্যাটোর তরফে। ইউরোপীয় ইউনিয়নের পাশে রয়েছে ন্যাটো। ইউক্রেনে হামলার প্রতিবাদে ন্যাটোর তরফে রাশিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিনন্ন করা হচ্ছে বলেও স্পষ্ট জানানো হয়।