কিভ, ২৪ ফেব্রুয়ারি: বৃৃহস্পতিবার ইউক্রেনে (Ukraine) হামলা চালায় রাশিয়া (Russia)। ইউক্রেনে রুশ বিমানের হামলার পর গোটা কিভ জুড়ে বিপদঘণ্টা বাজতে শুরু করে। এরপরই ইউক্রেনের রাজধানী কিভ (KYIV) থেকে ভয়ে মানুষ পালাতে শুরু করেন। কিভে বসবাসকারী ইউক্রেনের বাসিন্দারা ভিড় জমান মেট্রো স্টেশনে। কিভ থেকে কীভাবে দেশের অন্য শহরে সরে যাওয়া যায়, তারজন্যই মেট্রো স্টেশনে ভয়ে জড়োসড়ো অবস্থায় ভিড় জমান সেখানকার সাধারণ মানুষ।
Frightened Ukrainians took to metro stations in the capital #Kyiv on Thursday as air raid sirens rang out across the country's main cities following Russia's launch of its feared military attack https://t.co/URkijnlw3Q pic.twitter.com/82cPt4yK0A
— AFP News Agency (@AFP) February 24, 2022
এদিকে রাজধানী কিভের পাশাপাশি ইউক্রেনের একাধিক শহরে রুশ সেনা বোমাবর্ষণ শুরু করেছে বলে খবর। কিভের পাশাপাশি ইউক্রেনের য়ে শহরগুলিতে আজ বোমাবর্ষণের শব্দ শোনা যায়, সেখানকার একটি ম্যাপ তৈরি করা হয় ভলোদিমির জেলেনস্কি সরকারের তরফে। ইউক্রেনের যে প্রধান শহরুগুলি থেকে বোমা বর্ষণের শব্দ ভেসে আসেছে, সেখানে রাশিয়ান সেনা প্রবেশ করেছে বলে মনে করা হচ্ছে সে দেশের সরকারের তরফে।
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: রুশ বিমানের বোমাবর্ষণ, ইউক্রেনে জ্বলছে বহুতল, দেখুন ভিডিয়ো
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্র প্রতিবাদ করেন ক্যান্টারবারির আর্চবিশপ। ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক কাজ বলে আখ্যা দেন আর্চবিশপ।