Donkey (Photo Credit: Wikipedia)

দিল্লি, ২৮ জুলাই: পাকিস্তান থেকে প্রকাশ্যে এল এক ভয়াবহ ঘটনার খবর। এবার পাকিস্তানের (Pakistan) রাজধানী ইসলামাবাদ থেকে প্রকাশ্যে এল এক ভয়াবহ ঘটনার ছবি। ইসলামাবাদ (Islamabad) থেকে বাজেয়াপ্ত করা হল খচ্চরের মাংস (Donkey Meat)। প্রায় ১ হাজার কিলোগ্রাম খচ্চরেরে মাংস উদ্ধার করা হল একাধিক বেআইনি মাংস কাটার দোকান থেকে। ইসলামাবাদের ওই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে হুলুস্থূল পড়ে গিয়েছে। ইসলামাবাদে থাকা একের পর এক বেআইনি মাংস কাটার দোকান যেমন গজিয়ে ওঠে, তেমনি সেখান থেকে উদ্ধার করা হয় কেজি কেজি খচ্চরের মাংস।

রিপোর্টে প্রকাশ, যে মাংস খেলে মানুষের শরীরে ক্ষতির সম্ভাবনা সবেচেয়ে বেশি। সেই গাধার মাংসই বিক্রি করা হচ্ছে একাধিক মাংস কাটার দোকানে। ওই ঘটনায় স্থানীয়দের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি নাগরিককেও পাকিস্তান পুলিশ আটক করেছে বলে খবর। সেই সঙ্গে ৫০টি খচ্চর বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার করা হয়েছে, ১ হাজার কিলোগ্রাম খচ্চরের মাংস ওই বেআইনি দোকানগুলি থেকে। সাধারণ মাংসের সঙ্গে খচ্চরের মাংস মিশিয়ে ওই দোকানগুলি বিক্রি করছিল বলেই জানতে পারে পুলিশ।

আরও পড়ুন: Pakistan Earthquake: থরথর করে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্ক গ্রাস করছে মানুষকে

জানা যাচ্ছে, বেআইনি ওই দোকানগুলিতে যে খচ্চরের মাংস রাখা হয়, তা শুধু স্থানীয় এলাকায় বিক্রি করা হত, তা নয়। বিদেশেও রফতানি করা হত। ফলে ওই ঘটনায় জড়িত বিদেশি নাগরিকদেরও খোঁজ পায় পুলিশ। যার জেরে মাংসের দোকানগুলি থেকে যা উদ্ধার করা হয়, সেগুলিকে সেখানেই নষ্ট করে দেওয়া হয়। সেই সঙ্গে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।