Ali Khamenei (Photo Credit: Wikipedia)

দিল্লি, ৪ অক্টোবর: ইজরায়েল (Israel), ইরানের (Iran) যুদ্ধের মাঝে নিহত হয়েছে হেজবুল্লা (Hezbollah) প্রধান হাসান নাসরুল্লা। হেজবুল্লা প্রধানের মৃত্যুর খবরে গোটা বিশ্বে জোর আলোচনা শুরু হয়েছে। নাসরুল্লার পর কে হেজবুল্লার হাল ধরবে, তা নিয়েও শুরু হয়েছে চর্চা। এসবের মাঝে এবার নাসরুল্লার মৃত্যুর পর ইরানের প্রধান নেতা আয়তোল্লা আলি খামেইনি ( Ayatollah Ali Khamenei ) ধর্মোপদেশ দেবেন বলে খবর। হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লার স্মৃতিতে তেহরানে খামেইনি ওই ধর্মোপদেশ দেবেন বলে খবর। খামেইনির ধর্মোপদেশের পর হেজবুল্লা, ইজরায়েলের যুদ্ধ নতুন রূপ নেবে কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: Israel-Hezbollah War: হেজবুল্লার গোয়েন্দা অফিসে বোমা ফেলছে ইজরায়েল, জঙ্গি খতম করতে এক নাগাড়ে হামলা চলছে লেবাননে

এদিকে বৃহস্পতিবার হেজবুল্লার গোয়েন্দা সদর দফতরে হামলা চালায় ইজরায়েল। নাসরুল্লার মৃত্যুর পর এই বেরুইটে বৃহস্পতিবার ফের হামলা চালিয়ে হেজবুল্লার গোয়েন্দা সদর দফতর গুঁড়িয়ে ফেলার চেষ্টা করে আইডিএফ। যা নিয়েও একপ্রস্থ আলোচনা শুরু হয়ে যায়। এসবের মধ্যেই এবার নাসরুল্লার স্মৃতিতে ইরানের প্রধান ধর্মগুরু শুক্রবার ধর্মোপদেশ দেবেন বলে রিপোর্টে প্রকাশ।

এদিকে লেবাননের (Lebanon) পাশাপাশি সিরিয়া (Syria) সীমান্তেও ইজরায়েলের বোমারু বিমান হামলা শুরু করেছে। এই মুহূর্তে লেবানন থেকে প্রায় ৩ লক্ষ সাধারণ মানুষ সিরিয়ার দিকে যাত্রা শুরু করেছে। তবে ইজরায়েলের হামলায় লেবানন থেকে শরণার্থী হয়ে সিরিয়ায় প্রবেশের চেষ্টা ব্যর্থ হচ্ছে মানুষের। সিরিয়া সীমান্ত হামলা চালানোয় লেবানন থেক কোনওভাবে মানুষ পার্শ্ববর্তী দেশে প্রবেশ করতে পারেছন না বলে খবর।