Israel Attacks Hezbollah (Photo Credit: X)

দিল্লি, ২৪ সেপ্টেম্বর: সোমবার রাতভর লেবাননে (Lebanon) হামলা চালায় ইজরায়েল (Israel)। হেজবুল্লা (Hezbollah) জঙ্গিদের খোঁজে দক্ষিণ লেবাননে এক নাগাড়ে আইডিএফ হামলা চালায়। যার জেরে ৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়। মৃতদের মধ্যে বহু শিশুও রয়েছে। হেজবুল্লার উপর হামলা চালানো হয়েছে বলে দাবির পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের লেবাননে একের পর এক ইজরায়েলি রকেট আছড়ে পড়তে শুরু করে।

আইডিএফের তরফে জানানো হয়, ইজরায়েলি যুদ্ধ বিমান লেবাননে বোমা ফেলছে। লেবাননের সাধারণ মানুষকে ঢাল করে হেজবুল্লা জঙ্গিরা বাঁচতে চাইছে। তাই সাধার মানুষ যাতে যুদ্ধ ক্ষেত্র থেকে সরে যান, সে বিষয়ে আবেদনও জানানো হয় ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে।

লেবাননে চলছে ইজরায়েলের হামলা...

 

আরও পড়ুন: Israel-Hezbollah War: হেজবুল্লার খোঁজে লেবাননে ধ্বংসযজ্ঞ ইজরায়েলের; একটানা হামলায় নিহত ৪৯২, নিহত ৩৫ শিশু

গাজায় হামাসকে সমর্থন করা হেজবুল্লা জঙ্গিরা ইজরায়েলে রকেট ছুঁড়তে শুরু করলে, এবার আইডিএফের তরফে হামলা চালানো হচ্ছে লেবাননে। যা নিয়ে মধ্য প্রাচ্যে ফের নতুন করে তৈরি হতে শুরু করেছে যুদ্ধের আবহাওয়া।