দিল্লি, ২৪ সেপ্টেম্বর: হেজবুল্লা (Hezbollah) জঙ্গিদের খতম করতে এবার লেবাননে (Lebanon) একটানা হামলা শুরু করেছে ইজরায়েল (Israel)। কোবনওভাবে হেজবুল্লা জঙ্গিদের রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানানো হয় আইডিএফে তরফে। সোমবার লেবাননে হামলা চালায় আইডিএফ (IDF)। যার জেরে প্রায় ৪৯২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিশু এবং মহিলার সংখ্যা ৯০ জনের বেশি। যা ২০০৬ সালের পর থেকে এখনও পর্যন্ত ইজরায়েলি হামলায় লেবাননে নিহতর সংখ্যা অনুযায়ী সবচেয়ে বেশি। সোমবার ইজরায়েল যেভাবে লেবাননে হামলা চালিয়েছে, তা প্রাণঘাতী। লেবাননে কার্যত ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে সে দেশের তরফে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: Israel-Gaza War: হামাসের পর হেজবুল্লা, জঙ্গি ঘাঁটির খোঁজে লেবাননে হামলা ইজরায়েলের
দক্ষিণ লেবাননে যে বাসিন্দারা রয়েছে, তাঁরা যাতে শিগগিরই সেখান থেকে সরে যান, সে বিষয়ে সতর্ক করে ইজরায়েল। হেজবুল্লার শক্তি ঘাঁটির খোঁজে দক্ষিণ লেবাননে হামলা চলবে বলে জানায় আইডিএফ। স্থানীয়দের সতর্ক করার পরপরই দক্ষিণ লেবাননে এক নাগাড়ে হামলা চালানো হয় ইজরায়েলের তরফে। যার জেরে পরপর ৪৯২ জনের মৃত্যু হয় বলে সূত্রের খবর।
লেবাননে কীভাবে হামলা শুরু করেছে ইজরায়েল, দেখুন...
#Israel Air Force has launched their Deadliest and Largest Attack of the War against Hezbollah And Hamas 's hideouts, with over 300 Strike across Southern Lebanon. 200 dead, 600 injured. People fleeing the southern Lebanon.
Massive attacks of IDF and Mossad in Middle East.… pic.twitter.com/R76mBXe8cc
— श्रवण बिश्नोई (किसान) (@SharwanKumarBi7) September 23, 2024
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একাধিকবার লেবাননের মানুষের কাছে আবেদন জানিয়েছেন এলাকা ফাকা করার জন্য। হেজবুল্লা জঙ্গিদের খোঁজে লেবাননে হামলা চালানো হবে বলে একাধিকবার সতর্ক করা হয় নেতানিয়াহুর তরফে।
এদিকে ইজরায়েলের দিকেও পালটা রকেট ছুঁড়তে শুরু করেছে হেজবুল্লা। গত অক্টোবর থেকে এখনও পর্যন্ত হেজবুল্লা ৯ হাজার রকেট ইজরায়েলে ছুঁড়েছে। যার মধ্যে সোমবারই ছোঁড়া হয়েছে ২৫০টি। ফলে গাজার পর এবার ক্রমশ জটিল হয়ে উঠতে শুরু করেছে লেবাননের পরিস্থিতি। হেজবুল্লার ঘাঁটি ধ্বংসের জন্য দক্ষিণ লেবাননে পরপর হামলা চালানো হচ্ছে ইজরায়েলের তরফে।