ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের এক মাস পূর্ণ হচ্ছে মঙ্গলবার। অর্থাৎ অক্টোবরের ৭-এই ইজরায়েলে হামলা চালায় হামাস জঙ্গি গোষ্ঠী। হামাস নিধনে ৭ অক্টোবরের পর থেকে আকাশ পথে গাজায় একটানা হামলা শুরু করে ইজরায়েলি সেনা। এরপর সম্প্রতি গাজায় প্রবেশ করে ইজরায়েলের স্থল বাহিনী। সবকিছু মিলিয়ে ইজরায়েলের হামালার গতি ক্রমশ বাড়ছে। রবিবার আইডিএফের তরফে জানানো হয়, গাজাকে তারা দু ভাগে বিভক্ত করেছে। হামাসের ঘাঁটি খুঁজে বের করতেই গাজা শহরকে ২ ভাগে ভাগ করা হয়েছে বলে জানানো হয় ইজরায়েলি সেনা বাহিনীর তরফে।
অন্যদিকে ইজরায়েলের ক্রমাগত হামলর জেরে প্রায় ১০ হাজার প্যালেস্তিনীয় মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি। গত ৭ অক্টোবর হামাসের হামলার জেরে ১৪০০ ইজরায়েলির মৃত্যু হয়। ১৪০০ ইজরায়েলির মৃত্যুর পর গাজায় হামলা চালানোয় প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি।
বর্তমানে গাজার যে পরিস্থিতি, তাতে ফের উদ্বেগ প্রকাশ করা হয় রাষ্ট্রসংঘের তরফে। রাষ্ট্রসংঘের আধিকারিক অ্যান্টনিও গুরেটস বলেন, গাজা যেন শিশুদের 'গণকবরে' পরিণত হচ্ছে। গাজায় যাতে যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়, সে ব্যাপারে ফের আবেদন জানানো হয় রাষ্ট্রসংঘের তরফে। সেই সঙ্গে গাজায় যাতে মানবিক সাহায্য পৌঁছে যায়, সে ব্যাপারেও জানানো হয় আবেদন। সেই সঙ্গে গাজায় যে সমস্ত ইজরায়েলিকে পণবন্দি হিসেবে রাখা হয়েছে, তাঁদের মুক্তিরও আবেদন জানানো হয়।