Murder, Representational Image (Pixabay)

দিল্লি, ৩ জানুয়ারি: স্ত্রী, কন্যাকে খুন করে, শেষে নিজের গায়ে গুলি করেন আমেরিকায় (USA)  বসবাসকারী প্রবাসী ভারতীয় (Indian) রাকেশ কমল। রাকেশ তাঁর স্ত্রী টিনা এবং কন্যা আরিয়ানাকে খুন করেন। তারপর নিজেকে গুলি করেন। রাকেশের গাড়ি থেকে বন্দুক উদ্ধার করা হয়েছে বলে খবর। গত ২৮ ডিসেম্বর ম্যাসাচুয়েটসে রাকেশের গাড়ি থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুধু তাই নয়, ওই গাড়ি থেকে একটি বন্দুকও উদ্ধার করা হয়েছে। ওই বন্দুক ব্যবহার করেই রাকেশ স্ত্রী, কন্যাকে হত্যার পর নিজেকে শেষ করেছেন  কি না, সে বিষয়ে শুরু হয়েছে খোঁজ।

যে বন্দুকটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে,তা রাকেশের। যদিও ওই বন্দুকের লাইসেন্স নেই বলে রিপোর্টে প্রকাশ।  ম্যাসাচুয়েটসের বস্টন থেকে কমল পরিবারের ৩ জনের মৃৃতদেহ উদ্ধারের পর থেকেই পুলিশ (Police) জোর কদমে তদন্ত শুরু করেছে। কী কারণে রাকেশ কমল, টিনা কমল এবং আরিয়ানা কমলের মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।